ইতিহাসের এই দিনে: কলকাতায় পৌঁছান মাদার তেরেসা
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৬ জানুয়ারি। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
জন্মভূমি আলবেনিয়া থেকে মানবসেবার ব্রত নিয়ে ভারতে এসেছিলেন মাদার তেরেসা। সেখানকার গরিব ও অসুস্থ মানুষের কষ্ট ক্যাথলিক এই নানের হৃদয় ছুঁয়ে যায়। ১৯২৯ সালের ৬ জানুয়ারি তিনি কলকাতায় পৌঁছান। দরিদ্র ও আর্তমানবতার সেবায় সারা জীবন কাজ করে গেছেন মাদার তেরেসা। ভারতবর্ষ ঘুরে ঘুরে নীল পাড়ের সাদা শাড়ি পরা মাদার তেরেসা মানুষের সেবা করেছেন। কলকাতায় গড়ে তুলেছেন জনহিতৈষী প্রতিষ্ঠান ‘মিশনারিজ অব চ্যারিটি’।
প্রথম বক্সিং ম্যাচ অনুষ্ঠিত
বিশ্বের প্রথম বক্সিং ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ১৬৮১ সালের ৬ জানুয়ারি। সংবাদমাধ্যম ঘেঁটে এর আগে আর কোনো বক্সিং ম্যাচের খবর জানা যায়নি। ইংল্যান্ড ডিউক অব আলবেমার্লের বাটলার ও বুচারদের মধ্যে এই খেলা হয়। শেষ পর্যন্ত জয়ী হয় বুচাররা।
উড়োজাহাজের প্রথম বিশ্বভ্রমণ
সময়টা ১৯৪২ সালের ৬ জানুয়ারি, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবতরণ করে একটি প্যাসিফিক ক্লিপার সি-প্লেন। এর আগে উড়োজাহাজটি পুরো বিশ্ব ঘুরে আসে। কোনো বাণিজ্যিক উড়োজাহাজের বিশ্বভ্রমণের প্রথম ঘটনা এটি। উড়োজাহাজটি ওই যাত্রায় ৩২ হাজার কিলোমিটার বা প্রায় ২০ হাজার মাইল পাড়ি দেয়। সময় নেয় এক মাসের কিছু বেশি।
এ আর রাহমানের জন্মদিন
ভারতীয় সুরকার, সংগীত পরিচালক এ আর রাহমান। ভারত ছাড়িয়ে তাঁর খ্যাতি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। পেয়েছেন অস্কার। আজ এ আর রাহমানের জন্মদিন। ১৯৬৭ সালের ৬ জানুয়ারি তাঁর জন্ম।