‘এগিয়ে চল মাদুরো’: ভেনেজুয়েলা–কলম্বিয়ায় বিক্ষোভে মানুষের ঢল

যত দূর চোখ যায় মানুষের ঢল। অনেকের হাতে হলুদ, নীল ও লাল—তিনরঙা পতাকা। রয়েছে শত শত প্ল্যাকার্ড ও ব্যানার। সেগুলোর কোনোটিতে লেখা ‘এগিয়ে চল মাদুরো’, কোনোটিতে আঁকা শান্তির প্রতীক পায়রা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর সমর্থনে বুধবার এমনই বিক্ষোভ হয়েছে দেশটির রাজধানী কারাকাসে। এদিন যুক্তরাষ্ট্রবিরোধী বড় বিক্ষোভ হয়েছে লাতিন আমেরিকার আরেক দেশ কলম্বিয়ায়ও। গত শনিবার মাদুরোকে সস্ত্রীক ভেনেজুয়েলা থেকে যেভাবে মার্কিন বাহিনী তুলে নিয়ে গেছে, তার প্রতিবাদ জানানো হয় এসব বিক্ষোভে। শুধু ভেনেজুয়েলা বা কলম্বিয়া নয়—মাদুরোকে তুলে নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, জাপান, দক্ষিণ কোরিয়া, চিলি, ব্রাজিল, আর্জেন্টিনা, কিউবা, মেক্সিকো, ইন্দোনেশিয়া, নেপালসহ বিভিন্ন দেশে প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামছেন মানুষ। বুধবার ভেনেজুয়েলা ও কলম্বিয়ার বিক্ষোভের কিছু চিত্র নিয়ে ছবির গল্প—

১ / ৮
মাদুরোর সমর্থনে কারাকাসের রাস্তায় হাজার হাজার মানুষ। সেখান থেকে মাদুরোর ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসের মুক্তির দাবি করা হয়
ছবি: রয়টার্স
২ / ৮
বিক্ষোভে একটি ব্যানারে মাদুরোর ছবির পাশে লেখা ‘ভামোস মাদুরো’। এর অর্থ ‘এগিয়ে চলো মাদুরো’
ছবি: রয়টার্স
৩ / ৮
জাতীয় পতাকা উঁচিয়ে রয়েছেন ভেনেজুয়েলা সরকারের একজন সমর্থক
ছবি: রয়টার্স
৪ / ৮
মাদুরোকে বোঝাতে ‘সুপারহিরোর’ পুতুল হাতে একজন বিক্ষোভকারী
ছবি: রয়টার্স
৫ / ৮
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রতিবাদে দেশটির কালি শহরে বিক্ষোভ
ছবি: এএফপি
৬ / ৮
কলম্বিয়ার সার্বভৌমত্ব রক্ষায় সরকারের আহ্বানে বিক্ষোভ হয় রাজধানী বোগোটায়। এ সময় অনেকের হাতে ছিল দেশটির জাতীয় পতাকা
ছবি: রয়টার্স
৭ / ৮
কলম্বিয়ার কালি শহরে বিক্ষোভের সময় দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ও রাজনীতিক জর্জ এলিয়েসার গাইতানের প্রতিকৃতি
ছবি: এএফপি
৮ / ৮
কালি শহরের বিক্ষোভকারীদের হাতে হাতে প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ছবি
ছবি: এএফপি