বেলুনে ভূপৃষ্ঠ থেকে সাড়ে ৫১ হাজার ফুট উঁচুতে যাত্রা

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমন কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২৭ মে। ফিরে দেখা যাক উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

বেলুনে চেপে পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্রাটোমণ্ডলে প্রবেশ করেন অগাস্তে পিকার্ড ও তাঁর সহযোগী পল কিপফার
প্রতীকী ছবি: রয়টার্স

আকাশছোঁয়ার স্বপ্ন মানুষের বরাবরই ছিল। ১৯৩১ সালের এই দিনে সুইজারল্যান্ডের পদার্থবিদ অগাস্তে পিকার্ড ও তাঁর সহযোগী পল কিপফার আকাশের দিকে যাত্রায় নতুন রেকর্ড গড়েন। প্রথম মানুষ হিসেবে তাঁরা পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্রাটোমণ্ডলে প্রবেশ করেন। এই যাত্রায় তাঁদের বাহন ছিল একটি অ্যালুমিনিয়ামের তৈরি ক্যাপসুল।

আর ক্যাপসুলটি সংযুক্ত ছিল একটি হাইড্রোজেন বেলুনের সঙ্গে। এই বাহনে চেপে তাঁরা দুজন জার্মানির অগসবার্গের আকাশে ১৫ হাজার ৭৮১ মিটার বা প্রায় ৫১ হাজার ৭৭৫ ফুট উঁচুতে ভ্রমণ করেন।

ভূপৃষ্ঠ থেকে আকাশের দিকে যেতে পৃথিবীর বায়ুমণ্ডলের পাঁচটি স্তরের দ্বিতীয় স্তর হলো স্ট্রাটোমণ্ডল বা স্ট্রাটোস্ফিয়ার।

ভয়াল নৌযুদ্ধ

সময়টা ১৯০৫ সালের ২৭ মে, রাশিয়া–জাপান যুদ্ধ চলছে। এদিন জাপানের জলসীমায় ভয়াবহ নৌযুদ্ধ হয় দুই পক্ষের। ইতিহাসে এই ঘটনা ‘শুশিমা যুদ্ধ’ নামে পরিচিত। এই যুদ্ধে জাপানের নৌবাহিনী রুশ বাহিনীকে প্রায় নিশ্চিহ্ন করে ফেলেছিল।

ডুবে যায় জার্মান যুদ্ধজাহাজ

তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। ১৯৪১ সালের এই দিনে ব্রিটিশ যুদ্ধজাহাজের হামলার মুখে জার্মান যুদ্ধজাহাজ ‘বিসমার্ক’ ডুবে যায়। আটলান্টিক মহাসাগরের ফরাসি উপকূলে এ ঘটনা ঘটেছিল।

প্রধানমন্ত্রী হন কেনিয়াত্তা

কেনিয়ার প্রথম প্রধানমন্ত্রী জোমো কেনিয়াত্তা
ফাইল ছবি: এএফপি

আধুনিক কেনিয়ার জাতির পিতা ও দেশটির প্রথম প্রধানমন্ত্রী জোমো কেনিয়াত্তা। ১৯৬৩ সালের এই দিনে তিনি দেশটির সরকারপ্রধানের দায়িত্ব নেন। এ উপলক্ষে কেনিয়াজুড়ে উৎসবের আমেজ বয়ে যায়। রাজধানী নাইরোবির সড়কে নেমে হাজারো মানুষ আনন্দ–উৎসবে মেতে ওঠেন।

আরও পড়ুন

চালু হয় গোল্ডেন গেট সেতু

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিকোর আইকনিক স্থাপনা গোল্ডেন গেট সেতু
ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিকোর আইকনিক স্থাপনা গোল্ডেন গেট সেতু। চার বছর ধরে এই সেতুর নির্মাণকাজ চলে। ১৯৩৭ সালের এই দিনে সেতুটি উদ্বোধন করা হয়। প্রায় দুই লাখ মানুষ এই সেতুর উদ্বোধন উদ্‌যাপনে অংশ নেন। পরদিন থেকে সেতুটি দিয়ে গাড়ি চলাচল শুরু হয়। ওই সময় গোল্ডেন গেট সেতুটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ ঝুলন্ত সেতু ছিল।

আরও পড়ুন

উত্তর মেরুতে নারী অভিযাত্রী দল

১৯৯৭ সালের এই দিনে এক অভিযাত্রী দল উত্তর মেরুতে পৌঁছায়। এই দলের বিশেষত্ব হলো সবাই নারী। কানাডার ওয়ার্ড হান্ট আইল্যান্ড থেকে যাত্রা করেছিলেন তাঁরা। বাহন ছিল স্কি ও স্লেজ। উত্তর মেরুতে পৌঁছানো শুধু নারী অভিযাত্রীদের প্রথম দল এটি।

আরও পড়ুন