ইতিহাসের এই দিনে: মঙ্গলের পথে ভারতের ‘মঙ্গলযান’

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৫ নভেম্বর। চলুন দেখি, বিশ্বে এই দিন কী বড় বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

লাল গ্রহের কক্ষপথে অভিযান চালাতে মঙ্গলযান পাঠায় ভারত
ছবি: টুইটার থেকে নেওয়া

সময়টা ২০১৩ সালের ৫ নভেম্বর। মঙ্গল গ্রহের কক্ষপথে অভিযান চালাতে মহাকাশযান পাঠায় ভারত। এর নাম ‘মঙ্গলযান’। প্রায় বছরখানেক পর এই মহাকাশযান গন্তব্যে পৌঁছায়।
ক্যাপশন:

আরও পড়ুন

রাজাকে হত্যার ষড়যন্ত্র নস্যাৎ

ব্রিটিশ সিংহাসনে তখন রাজা প্রথম চার্লস। তাঁকে হত্যার জন্য ব্রিটিশ পার্লামেন্টে বিস্ফোরক রাখেন দুর্বৃত্তরা। তবে এই ষড়যন্ত্র সফল হয়নি। ১৬০৫ সালের ৫ নভেম্বর নস্যাৎ করা হয় ষড়যন্ত্র। সেই থেকে আতশবাজি ফুটিয়ে দিনটি ঘটা করে উদ্‌যাপন করে আসছে ব্রিটিশ সরকার।

আরও পড়ুন

বিরাট কোহলির জন্মদিন আজ

ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি
ছবি: রয়টার্স

শুধু ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা খেলোয়াড় নন, বরং বিশ্ব ক্রিকেটের তারকামুখ বিরাট কোহলি। আজ এই খ্যাতিমান ব্যাটসম্যানের জন্মদিন। ১৯৮৮ সালের ৫ নভেম্বর তাঁর জন্ম।

আরও পড়ুন

রুজভেল্টের অনন্য কীর্তি

ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
ছবি: রয়টার্স

ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট—যুক্তরাষ্ট্রের ৩২তম প্রেসিডেন্ট। তিনি একমাত্র মার্কিন প্রেসিডেন্ট, যিনি ৪ মেয়াদে ১২ বছর ক্ষমতায় ছিলেন। ১৯৪০ সালের এই দিনে রুজভেল্ট তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন। পরবর্তী সময়ে মার্কিন সংবিধানে সংশোধন আনা হয়। নিয়ম করা হয়, দুই মেয়াদের বেশি কেউ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারবেন না।

আরও পড়ুন
আরও পড়ুন