মঙ্গলে অবতরণ করে ‘কিউরিওসিটি’

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৫ আগস্ট। চলুন দেখি, বিশ্বে এদিন কী বড় বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

মঙ্গলপৃষ্ঠে নাসার কিউরিওসিটি
ছবি: রয়টার্স

মঙ্গলে অবতরণ করে ‘কিউরিওসিটি’

মঙ্গল গ্রহে পাঠানো যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার যান ‘কিউরিওসিটি’। ২০১২ সালের ৫ আগস্ট মহাকাশযানটি মঙ্গলের পৃষ্ঠে সফলভাবে অবতরণ করে। ‘লাল গ্রহ’ মঙ্গলে গবেষণাকাজে এটাকে বড় একটি অর্জন বিবেচনা করা হয়। পরের বছরের একই দিনে মহাকাশযানটিতে বাজানো হয় ‘হ্যাপি বার্থডে’ গান। এর মধ্য দিয়ে মঙ্গলে প্রথমবারের মতো কোনো সুর বেজে ওঠে।

আরও পড়ুন

পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধে চুক্তি সই

শান্তিকামী মানুষদের জন্য ৫ আগস্ট বিশেষ একটি দিন। ১৯৬৩ সালের এই দিনে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধ করে একটি আন্তর্জাতিক চুক্তি সই করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সাবেক সোভিয়েত ইউনিয়ন। এ চুক্তিতে বলা হয়েছে, পৃথিবীর বায়ুমণ্ডল, মহাকাশ ও সমুদ্রের তলদেশে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধ থাকবে।

নিজেদের নির্মাণ করা মোটরগাড়িতে বার্থা বেঞ্জ
ছবি: মার্সিডিজ বেঞ্জের ওয়েবসাইট থেকে

মোটরগাড়িতে শত কিলোমিটার পাড়ি

সময়টা ১৮৮৮ সালের ৫ আগস্ট। জার্মানির উদ্যোক্তা বার্থা বেঞ্জ নতুন একটি কীর্তি গড়েন। তিনি মোটরগাড়িতে চেপে ১০৪ কিলোমিটার বা ৬৫ মাইল পাড়ি দেন। বিশ্বের বুকে মোটরগাড়িতে চেপে এত দূরে যাত্রা করার ঘটনা এটাই প্রথম। তিন চাকার এই মোটরগাড়ি নির্মাণ করেছিল জার্মান কোম্পানি বেঞ্জ। বাণিজ্যিকভাবে নির্মাণ করা প্রথম মোটরগাড়ি ছিল এটা। পরবর্তী সময় মোটরগাড়িশিল্পে রীতিমতো বিপ্লব ঘটায় জার্মান কোম্পানি বেঞ্জ।

আরও পড়ুন

‘প্যাসিফিক প্ল্যান্টসের’ সন্ধান

২০২০ সালের এই দিনে একদল বিজ্ঞানী প্রশান্ত মহাসাগরের নিউগিনি দ্বীপপুঞ্জে বিপুল পরিমাণ ভিন্ন ভিন্ন প্রজাতির উদ্ভিদের সন্ধান পান। এখানে ১৩ হাজার ৬৩৪ প্রজাতির উদ্ভিদ রয়েছে। এর মধ্যে এক-পঞ্চমাংশ অর্কিড। এগুলো ‘প্যাসিফিক প্ল্যান্টস’ নামে পরিচিত।

আরও পড়ুন
আরও পড়ুন