ইতিহাসের এই দিনে: প্রথম করোনার টিকা নিলেন ৯০ বছরের মার্গারেট

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৮ ডিসেম্বর। চলুন দেখি, বিশ্বে এই দিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

করোনার টিকা
ফাইল ছবি: রয়টার্স

২০২০ সালের ৮ ডিসেম্বর, যুক্তরাজ্যে মানুষের শরীরে প্রথমবারের মতো করোনার টিকা প্রয়োগ করা হয়। টিকা নেন ৯০ বছর বয়সের মার্গারেট কেনান নামের একজন। ট্রায়ালের বাইরে মানবদেহে করোনার টিকা প্রয়োগের ঘটনা এটাই প্রথম।

আরও পড়ুন

জানা গেল মাউন্ট এভারেস্টের উচ্চতা

ক্যাপশন: বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট
ফাইল ছবি: রয়টার্স

বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ হিমালয়ের মাউন্ট এভারেস্ট। নেপাল ও চীনের একদল জরিপকারী এই শৃঙ্গের উচ্চতা মাপেন। এরপর ২০২০ সালের ৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮ হাজার ৮৪৮ দশমিক ৮৬ মিটার বা ২৯ হাজার ৩১ দশমিক ৬৯ ফুট।

আরও পড়ুন

মহাকাশে যায় প্রথম বাণিজ্যিক নভোযান

সময়টা ২০১০ সালের ৮ ডিসেম্বর। মহাকাশে প্রথম বাণিজ্যিক নভোযান পাঠায় ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স। ড্রাগন মিশনের এই নভোযান পৃথিবীর কক্ষপথে ভ্রমণ করে।

আরও পড়ুন

বৈদ্যুতিক ইস্ত্রির পেটেন্টের আবেদন

আমাদের নিত্যদিনের গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ ইলেকট্রিক আয়রন। ১৮৮১ সালের এ দিনে মার্কিন উদ্ভাবক হেনরি ডব্লিউ সিলি এটির পেটেন্ট নিতে আবেদন করেন। পরবর্তী সময় নানা রূপ বদলে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠে হেনরির এ আবিষ্কার।

আরও পড়ুন
আরও পড়ুন