বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে যেতে লাগবে প্রবেশ ফি
বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত পেয়েছেন। খুশি মনে সাধ্যমতো উপহার নিয়ে আপনি অনুষ্ঠানে যোগ দেবেন, তাঁর বিশেষ দিনটিতে আনন্দ ভাগাভাগি করে নেবেন—সাধারণত এমনটাই দেখা যায়। কিন্তু বন্ধু জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত করার পাশাপাশি অনুষ্ঠানে যোগ দিতে প্রবেশ ফি চেয়ে বসলে নিশ্চয়ই খানিকটা হতবাক ও বিব্রত হবেন!
এক নারীর সঙ্গে এমন ঘটনাই ঘটেছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে একটি পোস্ট দিয়েছেন ওই নারী। তিনি নিজের নাম–পরিচয় প্রকাশ করেননি।
পোস্টে ওই নারী একটি ডিজিটাল আমন্ত্রণপত্রের ছবি দিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে, জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে বন্ধুদের দিতে হবে ৪৯৯ মার্কিন ডলার (বাংলাদেশি ৬০ হাজার টাকার বেশি)! সঙ্গে অতিথি আনতে চাইলে জনপ্রতি আরও ৩০ হাজার টাকা (২৫০ ডলার) গুনতে হবে।
ওই পোস্টের শিরোনামে লেখা, ‘এক বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত পেয়েছি। মাত্রই দাওয়াতপত্র পেলাম এবং আমাকে এ জন্য ৪৯৯ ডলার দিতে হবে। আমি যদি সঙ্গে একজন অতিথি নিতে চাই, তবে গুনতে হবে আরও ২৫০ ডলার।’
ওই নারী আরও বলেছেন, তাঁর বান্ধবী সম্প্রতি সিটি কাউন্সিলে নির্বাচিত হয়েছেন, একটি নতুন বাড়িও কিনেছেন। ওই নারী আরও লেখেন, ‘কোনোভাবে তাঁর কাছে এটা হয়তো যুক্তিসংগত মনে হয়েছে। তিনি হয়তো যেকোনো উপায়ে বাড়িবন্ধকের অর্থ পরিশোধ করতে চাইছেন।’
আগামীকাল সোমবার ওই নারীর বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ওই অনুষ্ঠান চলবে।
পোস্টটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ৭০ হাজারের বেশি মানুষ প্রতিক্রিয়া জানান। কেউ কেউ লিখেছেন, ‘অনুষ্ঠানে “পাগলেরা” আমন্ত্রিত।’ অন্যরা লিখেছেন, ‘জন্মদিনের অনুষ্ঠান হলেও এটা আসলে তহবিল সংগ্রহের উদ্যোগ।’
একজন লিখেছেন, ‘এটার সবকিছু, এমনকি সময়ও পড়ে মনে হচ্ছে, এটি তহবিল সংগ্রহের অনুষ্ঠান। আমি ৩০ বছর ধরে তহবিল সংগ্রহের কাজের সঙ্গে যুক্ত। সোমবার সন্ধ্যা তহবিল সংগ্রহের জন্য সবচেয়ে উপযুক্ত সময়।’
কেউ কেউ আবার একে অনলাইন প্রতারণা বলছেন এবং ওই নারীকে দ্রুত তাঁর বান্ধবীকে এ বিষয়ে সতর্ক করার পরামর্শ দিয়েছেন।
একজন লিখেছেন, ‘আপনার বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন। জানান, কেউ অবশ্যই তাঁদের অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করছে। কারণ, একটি জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে অনেক বেশি অর্থ চাওয়া হচ্ছে। পরিষ্কারভাবেই এটা প্রতারণা (স্ক্যাম)।’
আবার কেউ কেউ বলেছেন, ‘এমন মানুষের সঙ্গে বন্ধুত্ব রাখাই ঠিক না। যিনি আশা করেন, তাঁর বন্ধুরা ফি দিয়ে তাঁর জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে আসবেন।’