প্রথম চালু হয় রোলারকোস্টার

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৮ জুলাই। ফিরে দেখা যাক উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিজ ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

বিশ্বজুড়ে পার্ক ও বিনোদনকেন্দ্রগুলোয় জনপ্রিয় একটি রাইড রোলার কোস্টার
ফাইল ছবি: রয়টার্স

বিশ্বজুড়ে পার্ক ও বিনোদনকেন্দ্রগুলোয় জনপ্রিয় একটি রাইড রোলার কোস্টার। আজ থেকে ২০০ বছরের বেশি সময় আগে ১৮১৭ সালের ৮ জুলাই ফ্রান্সের প্যারিসের একটি বিনোদনকেন্দ্রে প্রথম রোলার কোস্টার চালু হয়। ওই রোলার কোস্টারের গতি ছিল ঘণ্টায় ৬৪ কিলোমিটারের বেশি।

আরও পড়ুন

বিচ্ছিন্নতা ঘুচল জাপানের

দীর্ঘ ২০০ বছরের বেশি সময় ধরে জাপান কার্যত বিচ্ছিন্ন একটি দেশ হিসেবে পরিচিত ছিল। অবশেষে ১৮৫৩ সালের এই দিনে মার্কিন নৌবাহিনীর চারটি জাহাজের একটি বহর জাপানের উপকূলে পৌঁছায়। বিচ্ছিন্নতা ঘোচে দূরপ্রাচ্যের এই দেশের। এই বহরের নেতৃত্বে ছিলেন মার্কিন নৌবাহিনীর কর্মকর্তা ম্যাথু পেরি। এর মধ্য দিয়ে জাপানের ভূখণ্ডে মার্কিনদের ব্যবসা-বাণিজ্যের পথ খুলে যায়।

আরও পড়ুন

ভারতের পথে ভাস্কো দা গামা

পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা। তাঁর হাত ধরে ইউরোপীয়দের জন্য ভারতের দরজা খুলে যায়। ১৪৯৭ সালের এই দিনে তিনি ভারতের পথে যাত্রা শুরু করেন। তাঁর বহরে ছিল চারটি জাহাজ। পরের বছরের ২০ মে তিনি প্রথমবারের মতো ভারতের কালিকট বন্দরে পৌঁছান। তিনিই প্রথম ইউরোপীয়দের সাগর পাড়ি দিয়ে ভারতে আসার পথ দেখান। তাঁর দেখানো পথ ধরেই পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ ও ইংরেজ বণিকেরা ভারতের বিভিন্ন এলাকায় আসতে শুরু করেন।

‘এলিয়েনের যান’ দেখে মার্কিন বাহিনী

ভিনগ্রহের প্রাণী বা এলিয়েনদের নিয়ে নানা গল্প বিশ্বজুড়ে প্রচলিত আছে। ১৯৪৭ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ঘোষণা দেয়, তারা এলিয়েনদের যান বা ফ্লাইং ডিস্কের দেখা পেয়েছে। দেশটির নিউ মেক্সিকোর রোসওয়েলে এই যান দেখা গেছে। এ ঘোষণা যুগ যুগ ধরে চলে আসা এলিয়েন–রহস্য আরও উসকে দেয়।

আরও পড়ুন

আলোড়ন তোলে স্পাইস গার্লস

ব্রিটিশ পপ ব্যান্ড স্পাইস গার্লসের সদস্যরা
ফাইল ছবি: রয়টার্স

জনপ্রিয় ব্রিটিশ পপ ব্যান্ড স্পাইস গার্লস। এই ব্যান্ডের বিশেষত্ব, এর সদস্যরা সবাই নারী। বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় এই ব্যান্ড, তাদের সদস্য এবং ব্যান্ডটির বিভিন্ন গান। ১৯৯৬ সালের এই দিনে স্পাইস গার্লস তাদের তুমুল জনপ্রিয় গান ‘ওয়ানাবে’ প্রকাশ করে। প্রকাশের পর গানটি শোরগোল ফেলে দেয়। বিশ্বজুড়ে তরুণদের মধ্যে এই গান ব্যাপক জনপ্রিয়তা পায়।