তাঁরা যদি গরিব হতেন

শিল্পী গোকুলের চোখে গরিব হলে দেখতে যেমন হতেন ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস ও মুকেশ আম্বানি
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের একটা চল শুরু হয়েছে। বিভিন্ন এআই টুল ব্যবহার করে শিল্পীরা চিত্তাকর্ষক সব বিষয় তুলে ধরছেন। কৃত্রিম বুদ্ধিমত্তাও এত উন্নত হয়েছে যে এটি ব্যবহার করতে বেশি খাটাখাটনি করতে হচ্ছে না। এ দিয়ে নিমেষেই চমকপ্রদ নানা কাজ করা যাচ্ছে। খবর এনডিটিভির

তেমনই একটি চমকপ্রদ কাজ করেছেন ভারতীয় শিল্পী গোকুল পিল্লাই। শতকোটি ডলারের মালিক বিশ্বের সাত ধনকুবের গরিব হলে দেখতে কেমন হতেন, তা ছবিতে তুলে ধরেছেন গোকুল। তাঁরা হলেন ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস, মুকেশ আম্বানি, মার্ক জাকারবার্গ, ওয়ারেন বাফেট, জেফ বেজোস ও ইলন মাস্ক। ইনস্টাগ্রামে ছবিগুলো পোস্ট করে লিখেছেন, ‘স্লামডগ মিলিয়নিয়ার। (তালিকার কাউকে বাদ দিলাম কি না?)’। ইনস্টাগ্রাম পোস্টটি ছড়িয়ে পড়েছে।

ওয়ারেন বাফেট, জেফ বেজোস ও মার্ক জাকারবার্গকে দেখলে মনে হয় না তাঁরা বস্তির বাসিন্দা নন
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা ছবিগুলোতে বস্তিতে নোংরা পোশাক পরে এই সাত ধনকুবেরকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ঘরের সামনে দাঁড়িয়ে আছেন। পোশাকে দারিদ্র্যের ছাপ স্পষ্ট। পেছনের ভাঙা ঘর দেখলে বোঝার উপায় নেই, এটিই ধনকুবের ট্রাম্প। মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসেরও একই হাল। কোনো এক বস্তির নোংরা আবর্জনার মধ্যে খালি গায়ে দাঁড়িয়ে আছেন তিনি। তবে চোখে চশমাটা ছিল।

ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানিকেও ময়লা একটি কাপড় গায়ে বস্তির নোংরা গলির মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পায়ে এক জোড়া চপ্পল। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে দেখে মনে হয়, বস্তির উঠতি বয়সী এক তরুণ। পরনে হাফপ্যান্ট।

বিনিয়োগকারী প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথওয়ের প্রধান নির্বাহী ওয়ারেন বাফেটকে কোনো এক বস্তির গলিতে পকেটে হাত দিয়ে তাকিয়ে থাকতে দেখা যায়। বহুজাতিক মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের জেফ বেজোস ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার ইলন মাস্কও যেন কোনো বস্তির বাসিন্দা।

ধনকুবেরদের নিয়ে শিল্পী গোকুলের ওই ইনস্টাগ্রাম পোস্টে প্রায় ১৮ হাজার জন প্রতিক্রিয়া জানিয়েছেন। মন্তব্য করেছেন আরও কয়েক হাজার। একজন মন্তব্য করেছেন, ‘এর মধ্যে শুধু ইলন মাস্ককে দেখে গরিব মনে হচ্ছে না।’ আরেকজন লিখেছেন, ‘তাঁদের দেখে সত্যি গরিব মনে হচ্ছে। মনে হচ্ছে যেন বস্তির ধনকুবের।’