ইতিহাসের এই দিনে: প্রথম নারী প্রেসিডেন্ট পায় আফ্রিকা
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১৬ জানুয়ারি। চলুন দেখি, বিশ্বে এদিন কী বড় বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
ইলেন জনসন সারলিফ একজন ইতিহাস গড়া নারী। ২০০৬ সালের ১৬ জানুয়ারি তিনি লাইবেরিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব নেন। এর মধ্য দিয়ে আফ্রিকার কোনো দেশ প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পায়। পরবর্তী সময়ে শান্তিতে নোবেল পুরস্কার পান সারলিফ।
ক্ষমতায় প্রথম জার
রাশিয়ার প্রথম জার চতুর্থ ইভান। ১৫৪৭ সালের ১৬ জানুয়ারি কিশোর বয়সে সিংহাসনে বসেন তিনি। পরবর্তী সময়ে একজন চরম অত্যাচারী শাসক (ইভান দ্য টেরিবল) হিসেবে তিনি ইতিহাসে পরিচিতি পান।
ক্ষমতা হারান ইরানের শাহ
সময়টা ১৯৭৯ সালের ১৬ জানুয়ারি। তীব্র জনরোষের মুখে ক্ষমতা ছেড়ে নির্বাসনে যেতে বাধ্য হন ইরানের তৎকালীন শাহ মোহাম্মদ রেজা পাহলভি। ইরানের ওই গণবিদ্রোহ ইতিহাসে ‘ইসলামি বিপ্লব’ নামে পরিচিত।
কেমব্রিজে চিঠি লেখেন রামানুজন
ভারতের প্রখ্যাত গণিতবিদ শ্রীনিবাস রামানুজন। ১৯১৩ সালের ১৬ জানুয়ারি তিনি বিশ্বখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একটি চিঠি লেখেন। তিনি জানান, ওই সময়ের খ্যাতিমান গণিতবিদদের শেষ করতে না পারা কিছু গণিতের সমাধান করতে পেরেছেন তিনি। পরে কেমব্রিজ থেকে তাঁকে আমন্ত্রণ জানানো হয়। পরে গণিতের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখেন রামানুজন।