কুকুরের তাড়া খেয়ে পালিয়ে গেল সিংহ

কুকুরের তাড়া খেয়ে পালিয়ে যাচ্ছে সিংহ
ছবি: টুইটার থেকে নেওয়া

পশুর রাজা সিংহ। চলনে-বলনে শ্রেষ্ঠত্বের কারণেই হয়তো তাকে এই উপাধি দেওয়া হয়েছে। অপর দিকে প্রভুভক্তির কারণে কুকুরের সুনাম বিশ্বজুড়ে। গায়ে–গতরে সিংহের সঙ্গে কুকুরের তুলনা করা নেহাত বোকামিই। কিন্তু ভারতের গুজরাটে সম্প্রতি সিংহের সঙ্গে কুকুরের এক ঘটনা সবাইকে বিস্মিত করেছে।

কিন্তু কী ঘটেছিল, যা সবাইকে অবাক করে দিয়েছে। ঘটনাটি টুইটারে শেয়ার করেছেন ভারতের বন বিভাগের কর্মকর্তা সুশান্ত নন্দ। বন্য প্রাণীর মজার মজার ভিডিও শেয়ার করে পরিচিতি পেয়েছেন তিনি।

টুইটারে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, রাতের বেলা গুজরাটের রাস্তায় একটি সিংহ হেলেদুলে আয়েশি ভঙ্গিতে হেঁটে যাচ্ছে। বিষয়টি হয়তো ওই এলাকার কুকুরদের পছন্দ হয়নি। কিন্তু কীভাবে সিংহকে তাড়ানো যায়। একার শক্তিতে কোনো কুকুরের পক্ষে সিংহকে এলাকাছাড়া করা সম্ভব নয়। তাই গ্রামের আশপাশের সব কুকুর জড়ো হয়ে পশুর রাজাকে তাড়ানোর মিশনে অংশ নেয়। কুকুরের তাড়া খেয়ে কোনো ধরনের প্রতিরোধ গড়ে না তুলেই অনেকটা লেজ গুটিয়ে পালিয়ে যেতে থাকে সিংহটি।

গত বুধবার পোস্ট করা ওই ভিডিও এখন পর্যন্ত প্রায় ২৯ হাজার বার দেখা হয়েছে। দারুণ এই ভিডিওতে লাইক পড়েছে হাজারের বেশি। অনেকে ব্যবহারকারী পোস্টের নিচে কমেন্টে নিজেদের অনভূতি প্রকাশ করেছেন।

একজন ব্যবহারী লিখেছেন, ‘একতাই বল’। আরেক ব্যবহারকারীর মন্তব্য, ‘এই কুকুরগুলো ভালো করেই জানে যে সিংহের কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা বুদ্ধিমানের কাজ।’

আরেকজন টুইটার ব্যবহারকারী মজা করে লিখেছেন, সড়কের রাজা বনাম জঙ্গলের রাজা।