প্রয়োজনে-অপ্রয়োজনে কারও সঙ্গে কথা বলার পাশাপাশি পুরো বিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে মুঠোফোন
ছবি: এএফপি

মুঠোফোন ছাড়া এখন একটি দিন কাটানোর কথা হয়তো ভাবতে পারেন না অনেকেই। প্রয়োজনে-অপ্রয়োজনে কারও সঙ্গে কথা বলার পাশাপাশি পুরো বিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে মুঠোফোন। ১৯৭৩ সালের এ দিনে প্রথমবারের মতো মুঠোফোনে কথা বলে মানুষ। মটোরোলার মার্টিন কুপার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটির জোয়েল এঞ্জেলের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। যোগাযোগপ্রযুক্তির বিশ্বে গড়েন নতুন ইতিহাস।

আরও পড়ুন

টানা ২০ দিন বেলুনে বিশ্বভ্রমণ, প্রথম টুইট বার্তা

প্রথম বহনযোগ্য কম্পিউটার ব্যবহার

শুরুর দিকের কম্পিউটারগুলো ছিল বেশ বড় আকারের, যেগুলো বহন করা সম্ভব ছিল না। ঘরে বসেই এসব কম্পিউটার ব্যবহার করতে হতো। ১৯৮১ সালের এ দিনে বিশ্ববাসী প্রথম বহনযোগ্য কম্পিউটার দেখে। যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোয় চালু হওয়া প্রথম বহনযোগ্য কম্পিউটারটির নাম অসবর্ন-১। এ কম্পিউটারের ওজন ছিল ১০ কেজি। পর্দার মাপ ৫ ইঞ্চি। র‍্যাম ছিল ৬৪ কিলোবাইটের। বহনযোগ্য একেকটি অসবর্ন-১ কম্পিউটার কিনতে গুনতে হতো ১ হাজার ৭৯৫ ডলার।

আরও পড়ুন

ফকল্যান্ডে অভিযান শুরু করে আর্জেন্টিনা

যুক্তরাষ্ট্রে ঘোড়ার ডাকের প্রচলন

১৯২২ সালের এ দিনে জোসেফ স্টালিন সোভিয়েত কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হন।
ছবি: রয়টার্স

একসময় বার্তা কিংবা চিঠি আদান–প্রদানের জন্য ঘোড়ার ডাকের প্রচলন ছিল। টগবগিয়ে ঘোড়া ছুটিয়ে ডাকের কর্মীরা এক জায়গা থেকে অন্য জায়গায় ডাক পৌঁছে দিতেন। ১৮৬০ সালের এ দিনে যুক্তরাষ্ট্রে ঘোড়ার ডাক চালু হয়। মিসৌরি থেকে ক্যালিফোর্নিয়া অবধি ছুটতো এই ঘোড়ার ডাক। ১০ দিনে পৌঁছে দিত চিঠিপত্র।

আরও পড়ুন

বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠানের যাত্রা, ২২ কিলোমিটার মানববন্ধন

কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক জোসেফ স্টালিন

সাবেক সোভিয়েত ইউনিয়ন ও দেশটির কমিউনিস্ট পার্টির ইতিহাসে প্রভাবশালী নেতা জোসেফ স্টালিন। ১৯২২ সালের এ দিনে তিনি সোভিয়েত কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হন। এই পদ দলে তাঁর একচ্ছত্র প্রভাব বিস্তারের পথ খুলে দেয়। সেই সঙ্গে সোভিয়েত ইউনিয়নের ওপর তাঁর পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠার পথ সুগম হয়।

আরও পড়ুন

জনসমক্ষে আসে ময়ূর সিংহাসন, মহাকাশে ৪৩৮ দিন