ইতিহাসের এই দিনে: চীনে শুরু হয় বরফ উৎসব

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৫ জানুয়ারি। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

চীনের হারবিন উৎসবে বরফ দিয়ে বানানো হয় বিভিন্ন স্থাপনা ও ভাস্কর্যছবি: রয়টার্স

সময়টা ১৯৮৫ সালের ৫ জানুয়ারি, চীনে প্রথমবারের মতো শুরু হয় বরফ উৎসব। এর নাম হারবিন আইস অ্যান্ড স্নো ফেস্টিভ্যাল। সেই থেকে প্রতিবছর উৎসবটি হয়ে আসছে। দুই মাস ধরে উৎসব চলে। বরফ দিয়ে বানানো হয় বিভিন্ন স্থাপনা ও ভাস্কর্য। প্রতিবছর লাখো মানুষ উৎসবে জড়ো হন।

আধুনিকায়ন হয় বাষ্পীয় ইঞ্জিন

স্কটিশ উদ্ভাবক জেমস ওয়াট ১৭৬৯ সালের ৫ জানুয়ারি একটি পেটেন্ট পান। সেটা ছিল বাষ্পীয় ইঞ্জিনের আধুনিক সংস্করণ। তাঁর এ আবিষ্কার শিল্পবিপ্লবের পালে হাওয়া জুগিয়েছিল।

প্রকাশিত হয় ড. জেকিল অ্যান্ড মি. হাইড

স্কটল্যান্ডের লেখক রবাট লিউস স্টিভেনসনের সাড়াজাগানো লেখা ‘ড. জেকিল অ্যান্ড মি. হাইড’। ১৮৮৬ সালের ৫ জানুয়ারি বইটি প্রথম প্রকাশিত হয়। পরবর্তীকালে বিশ্বের বিভিন্ন ভাষায় এ বই অনুবাদ করা হয়েছে।

বরফঢাকা জার্মানির কোলন শহর
প্রতীকী ছবি: রয়টার্স

৫০০ বছরের মধ্যে সবচেয়ে বেশি শীত ইউরোপে

সময়টা ১৭০৯ সালের ৫ জানুয়ারি, রাতারাতি ইউরোপজুড়ে তাপমাত্রা কমতে শুরু করে। এরপর ইউরোপের আবহাওয়া মাস তিনেক বরফশীতল থাকে। ৫০০ বছরের মধ্যে সেবার ইউরোপে সবচেয়ে বেশি শীত পড়ে। নদী ও হ্রদের পানি জমে বরফ হয়ে যায়। শীতে কাবু হয়ে মৃত্যু হয় হাজারো মানুষের।