বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনগুলো
সুইজারল্যান্ডের জুরিখ ও সিঙ্গাপুর—ইউরোপ ও এশিয়ার এই শহর দুটি চলতি বছর বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের স্বীকৃতি পেয়েছে। অর্থাৎ এ দুটি শহরে বসবাস করতে সবচেয়ে বেশি ব্যয় করতে হয়।
অন্যদিকে সবচেয়ে কম খরচের শহরের তালিকায় আছে সিরিয়ার রাজধানী দামেস্ক।
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) এক জরিপ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি ইআইইউর ওয়েবসাইটে গতকাল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে।
বিশ্বের মোট ১৭৩টি শহরে জীবনযাপনের ব্যয়ের ওপর ভিত্তি করে এই জরিপ চালিয়েছে ইআইইউ। এতে শহরগুলোর ২০০টি পণ্য ও সেবার মূল্য বিবেচনায় নেওয়া হয়েছে।
ইআইইউ বলছে, এ বছর পণ্য ও সেবার মূল্য বেড়েছে ৭ দশমিক ৪ শতাংশ। তবে গত বছর তা ৮ দশমিক ১ শতাংশ বেড়েছিল।
২০২৩ সালে, বিশেষ করে মুদিপণ্যের দাম অনেক বেশি বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ইআইইউ। প্রতিষ্ঠানটি বলছে, ২০২৩ সালে মূল্যবৃদ্ধির হার আগের বছরের তুলনায় কমে আসার বড় কারণ চীন করোনার বিধিনিষেধ তুলে নিয়েছে। এর ফলে বিভিন্ন পণ্যের সরবরাহ আগের তুলনায় বেড়েছে।
ইআইইউর জরিপে এবার সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষে রয়েছে জুরিখ ও সিঙ্গাপুর। গত বছর সিঙ্গাপুরের সঙ্গে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। গত ১১ বছরের মধ্যে ৯ বার এ তালিকায় সিঙ্গাপুরের নাম শীর্ষে রয়েছে।
এবারের তালিকায় জুরিখ ও সিঙ্গাপুরের পর যৌথভাবে রয়েছে সুইজারল্যান্ডের জেনেভা ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। এরপরই হংকংয়ের অবস্থান।
তালিকায় ৬ নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের শহর লস অ্যাঞ্জেলেস। এরপর ফ্রান্সের রাজধানী প্যারিস। ৮ নম্বরে দুটি শহর—ইসরায়েলের তেল আবিব ও ডেনমার্কের কোপেনহেগেন। দশম অবস্থানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের শহর সান ফ্রান্সিসকো।
অন্যদিকে কম খরচের শহরের তালিকায় শীর্ষে সিরিয়ার দামেস্ক। এরপর যথাক্রমে ইরানের তেহরান (১৭২তম) ও লিবিয়ার ত্রিপোলি (১৭১তম)।
এবারের তালিকা থেকে ভেনেজুয়েলার কারাকাসকে বাইরে রাখা হয়েছে। ইআইইউ বলেছে, ২০২২ সালের পর থেকে কারাকাসে পণ্য ও সেবার দাম ৪৫০ শতাংশ বেড়েছে।