সং সাম্রাজ্যের পতন

১২৭৯ সালের এই দিনে ইয়েমেনের নৌযুদ্ধে হেরে চীনের সং সাম্রাজ্যের পতন ঘটে। ক্ষমতা নেন মোঙ্গল কুবলাই খান। এর মধ্য দিয়ে চীনে ইউয়ান সাম্রাজ্যের সূচনা ঘটে। সেই যুদ্ধস্থল ইয়ামেন এখন চীনের গুয়াংডং প্রদেশের অন্তর্গত।

ফকল্যান্ডে আর্জেন্টিনার শ্রমিক

যুক্তরাজ্যের নিয়ন্ত্রণে থাকা ফকল্যান্ড দ্বীপপুঞ্জে আর্জেন্টিনার শ্রমিকদের বহনকারী নৌকা পৌঁছায় ১৯৮২ সালের এই দিনে। তারা সেখানে আর্জেন্টিনার জাতীয় পতাকা ওড়ায়। এ ঘটনার পর ১০ সপ্তাহ স্থায়ী যুদ্ধে জড়ায় আর্জেন্টিনা ও যুক্তরাজ্য। আটলান্টিক মহাসাগরের দক্ষিণ অংশে অবস্থিত এই দ্বীপপুঞ্জ মালভিনাস দ্বীপপুঞ্জ নামেও পরিচিত।