ইতিহাসের এই দিনে: পতাকা পেল ইউরোপীয় জোট

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৯ ডিসেম্বর। চলুন দেখি, বিশ্বে এই দিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

ইউরোপীয় জোটের নীল-সোনালি পতাকাছবি: রয়টার্স

সময়টা ১৯৫৫ সালের ৯ ডিসেম্বর। ইউরোপীয় জোটের জন্য কাউন্সিল অব ইউরোপে নতুন একটি পতাকার অনুমোদন দেওয়া হয়। নীল জমিনের মাঝখানে সোনালি রঙের ১২টি তারকার সমন্বয়ে এই পতাকা এখন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতীক হয়ে রয়েছে।

আরও পড়ুন

নির্মূল হয় গুটিবসন্ত

একসময় গুটিবসন্তের প্রকোপ বিশ্ববাসীকে বেশ ভুগিয়েছে। রীতিমতো মহামারি আকারে ছড়িয়েছিল এ রোগ। ১৯৭৯ সালের ৯ ডিসেম্বর বিশ্ব থেকে গুটিবসন্ত নির্মূলের ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আরও পড়ুন

সোমালিয়ায় জাতিসংঘের সহায়তা মিশন

সময়টা ১৯৯২ সালের ৯ ডিসেম্বর। আফ্রিকার যুদ্ধকবলিত দেশ সোমালিয়ায় আন্তর্জাতিক সহায়তা কার্যক্রম চালু করে জাতিসংঘ। এ মিশনের লক্ষ্য ছিল সোমালিয়ার সাধারণ মানুষকে ক্ষুধা ও সহিংসতা থেকে রক্ষা করা।

ব্রিটিশ অভিনয়শিল্পী জুডি ডেঞ্চ
ফাইল ছবি: রয়টার্স

জুডি ডেঞ্চের জন্মদিন

বর্ষীয়ান ব্রিটিশ অভিনয়শিল্পী জুডি ডেঞ্চের জন্মদিন আজ। ১৯৩৪ সালের এই দিনে তিনি জন্ম নিয়েছিলেন। মঞ্চে অভিনয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। পরে চলচ্চিত্রে জনপ্রিয়তা পান। ‘জেমস বন্ড’ সিরিজের চলচ্চিত্রে দেখা গেছে তাঁকে।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন