ইতিহাসের এই দিনে: এলিয়েন খুঁজতে সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপ চালু
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২৫ সেপ্টেম্বর। চলুন দেখি, বিশ্বে এদিন কী বড় বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
চীনের গুইঝোউতে ২০১৬ সালের এই দিনে বিশ্বের সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপ চালু হয়। এর নাম এফএএসটি। এ টেলিস্কোপের রিফ্লেক্টর ডিস্ক ৩০টি ফুটবল মাঠের সমান। পৃথিবীর বাইরে এলিয়েনদের অস্তিত্ব খুঁজতে এই টেলিস্কোপ ব্যবহার করা হয়।
আটলান্টিকের দুই পারে প্রথম টেলিফোন কল
বিশ্বে প্রথমবারের মতো আটলান্টিক মহাসাগরের দুই পারে কেব্লের মাধ্যমে টেলিফোনে কথা বলা হয় ১৯৫৬ সালের ২৫ সেপ্টেম্বর। উত্তর আমেরিকা থেকে যুক্তরাজ্যে এই কল করা হয়েছিল। এ জন্য আটলান্টিক মহাসাগরের গভীর তলদেশে ৩ হাজার ৫৮৪ কিলোমিটার বা প্রায় ২ হাজার ২২৬ মাইল দীর্ঘ কেব্ল টানা হয়।
নাগরিক শনাক্তে মুখমণ্ডল স্ক্যানিং
২০২০ সালের ২৫ সেপ্টেম্বর সিঙ্গাপুর সরকার ঘোষণা করে, তারা নাগরিকদের পরিচয় শনাক্তে মুখমণ্ডল স্ক্যানিং করার পরিকল্পনা চালু করতে যাচ্ছে। এ জন্য ব্যবহার করা হবে একটি ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যার।
উইল স্মিথের জন্মদিন
জনপ্রিয় কৃষ্ণাঙ্গ আমেরিকান অভিনেতা ও র্যাপার উইল স্মিথ। টিভি ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা কুড়ান স্মিথ। পরবর্তী সময় অ্যাকশন অভিনেতা হিসেবেও খ্যাতি পান তিনি। আজ অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথের জন্মদিন। ১৯৬৮ সালের এই দিনে তিনি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন।