ইতিহাসের এই দিনে: বাগদাদের পতন ঘটে

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১৩ ফেব্রুয়ারি। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

ইরাকের পতাকা
প্রতীকী ছবি: রয়টার্স

ইসলামি স্বর্ণযুগের অন্যতম কেন্দ্র ছিল ইরাকের বাগদাদ। ১২৫৮ সালে বাগদাদ অবরোধ করে মোঙ্গল সেনানায়ক হালাকু খানের বাহিনী। ১৩ দিনের অবরোধের পর ১৩ ফেব্রুয়ারি পতন ঘটে বাগদাদ শহরের। হালাকু খানের হাতে শহরটিতে ব্যাপক রক্তপাত হয়। প্রাণ যায় হাজারো মানুষের। অবসান হয় ইসলামি স্বর্ণযুগের।

আরও পড়ুন

সন্ধান মিলে সবচেয়ে বড় তারার

ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় তারা ‘লুসি’। ২০০৪ সালের ১৩ ফেব্রুয়ারি এই তারা খুঁজে পাওয়া যায়। জ্যোতির্বিদেরা এর নাম দেন লুসি। বিটলসের গান থেকে এই নাম দেওয়া হয়।

ক্ষমা চান কেভিন রাড

রেভিন রাড
ফাইল ছবি: রয়টার্স

সময়টা ২০০৮ সালের ১৩ ফেব্রুয়ারি। অস্ট্রেলিয়ার তখনকার প্রধানমন্ত্রী কেভিন রাড দেশটির আগের সরকারগুলোর আমলে যাঁরা ক্ষতির শিকার হয়েছেন, তাঁদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান। তাঁর আগে আর কোনো সরকারপ্রধান এভাবে ক্ষমা চাননি।

আরও পড়ুন

দিনে-দুপুরে ব্যাংক লুট

১৮৬৬ সালের ১৩ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ক্লে কাউন্টি সেভিংস অ্যাসোসিয়েশনে ডাকাতি হয়। জেস জেমস নামের একজন এর পেছনে জড়িত ছিলেন। তিনি সেখান থেকে ১৫ হাজার ডলার ডাকাতি করেন। এটা যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম দিনে–দুপুরে ব্যাংক ডাকাতির ঘটনা।

আরও পড়ুন

সরোজিনি নাইডুর জন্মদিন

ভারতীয় কবি, রাজনীতিক, অধিকারকর্মী সরোজিনি নাইডু। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম নারী সভাপতি তিনি। আজ সরোজিনি নাইডুর জন্মদিন। ১৮৭৯ সালের ১৩ ফেব্রুয়ারি তাঁর জন্ম।

আরও পড়ুন
আরও পড়ুন