টরন্টো বিমানবন্দর থেকে দেড় কোটি ডলারের স্বর্ণ ও মূল্যবান সামগ্রী চুরি

কানাডার টরন্টো আন্তর্জাতিক বিমানবন্দর
ছবি: রয়টার্স

কানাডার টরন্টো আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। কর্মকর্তারা বলছেন, দেড় কোটি ডলারের বেশি দামের স্বর্ণ ও মূল্যবান সামগ্রী চুরি হয়েছে। এ ঘটনা ঘটেছে ১৭ এপ্রিল। দেশটির অন্টারিও প্রদেশের খনি থেকে তোলা স্বর্ণ পরিবহনে এই বিমানবন্দর ব্যবহার করা হয়।

বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, ১৭ এপ্রিল সন্ধ্যায় উড়োজাহাজে করে পণ্য পরিবহনে ব্যবহৃত একটি কনটেইনার বিমানবন্দরে আসে। বিমানবন্দরে আসার পর কনটেইনারটি কার্গো রাখার একটি স্থানে নিয়ে যাওয়া হয়। কনটেইনারে ছিল স্বর্ণ ও মূল্যবান সামগ্রী। পুলিশের ধারণা, সেখান থেকেই তা চুরি করা হয়েছে।  

কানাডার সরকারি কর্মকর্তারা বলছেন, দেশের ইতিহাসে এযাবৎকালে যতগুলো বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে, সেগুলোর মধ্যে এটি একটি। দেশটিতে বড় ধরনের চুরির ঘটনার অন্যতম হলো ২০১১ ও ২০১২ সালে কুইবেকে এক সংরক্ষণাগার থেকে প্রায় ১ কোটি ৮৭ লাখ ডলার দামের ‘গ্রেট কানাডিয়ান ম্যাপল সিরাপ’ চুরি।

অন্টারিও প্রদেশের পিল অঞ্চলের পুলিশ পরিদর্শক স্টিফেন দুইভেস্তেয়েন স্বর্ণ চুরির ঘটনাকে বিরল হিসেবে বর্ণনা করে বলেছেন, সম্ভাব্য সব উপায়েই তদন্ত করা হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার বিমানবন্দরে সংবাদ সম্মেলন করেন পুলিশের এই কর্মকর্তা। সেখানে তিনি বলেন, প্রায় পাঁচ বর্গফুটের কনটেইনারটির খোঁজ পাওয়া যাচ্ছে না। উড়োজাহাজে বহন করে নিয়ে আসা ওই কনটেইনারে অনেক স্বর্ণ ছিল। স্বর্ণ ছাড়াও কনটেইনারটিতে মূল্যবান অনেক সামগ্রীও রাখা ছিল।

স্টিফেন দুইভেস্তেয়েন আরও বলেন, ‘আমাদের বর্তমান লক্ষ্য হলো, এই চুরির একটা হদিস খুঁজে বের করা। আমরা এর সমাধান করতে চাই। আমি বর্তমানে এ ছাড়া আর বিস্তারিত কিছু বলতে পারছি না। তবে বিমানবন্দরের যাত্রীদের জন্য কোনো হুমকি নেই। এতে জননিরাপত্তা বিঘ্নিত হবে বলে আমরা মনে করছি না।’