নাইজেরিয়ায় কারাগারে হামলা, ৮০০ বন্দীকে ছাড়িয়ে নিল বন্দুকধারীরা

ফাইল ছবি, রয়টার্স।

নাইজেরিয়ার একটি কারাগারে হামলা চালিয়ে ৮০০ জনেরও বেশি বন্দীকে ছাড়িয়ে নিয়েছে বন্দুকধারীরা। স্থানীয় সময় গত শুক্রবার রাতে দেশটির ওয়ো রাজ্যের একটি কারাগারে এই ঘটনা ঘটে।

শনিবার এক বিবৃতিতে কারাগারের কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়। বিবৃতিতে বলা হয়, হামলাকারীদের কাছে ভারী অস্ত্র ছিল। তাদের সঙ্গে কারাগারের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ গুলি বিনিময় হয়। একপর্যায়ে ডিনামাইট বিস্ফোরণ ঘটিয়ে কারাগারের নিরাপত্তা দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা।

পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে ৫৭৫ জন বিচারের অপেক্ষায় ছিলেন। পালিয়ে যাওয়াদের মধ্যে ২৬২ জনকে পুনরায় আটক করা হয়েছে। সংঘর্ষের পর কারাগারে থাকা বাকি ৬৪ জন বন্দী পালাতে পারেননি।

নাইজেরিয়ায় এ বছর এ নিয়ে তিনবার এমন ঘটনা ঘটল। এর আগে গত এপ্রিলে দেশটির ইমো রাজ্যে একটি কারাগারে হামলা করে ১ হাজার ৮০০ জন বন্দীকে জোর করে ছাড়িয়ে নেওয়া হয়েছিল।