নাইজেরিয়ায় দুর্ভিক্ষের আশঙ্কা ওলে সোয়িঙ্কার
পশুখামারিদের সঙ্গে সংঘাত বন্ধ না হলে দুর্ভিক্ষের আশঙ্কা করেছেন নাইজেরিয়ার নোবেল বিজয়ী সাহিত্যিক ওলে সোয়িঙ্কা। বিবিসিকে তিনি বলেন, ‘আমরা যদি সতর্ক না হই, কৃষকেরা যদি খামারে না যায়, তাহলে দুর্ভিক্ষ হতে পারে।’
বিষয়টি সংকটজনক বলে মন্তব্য করেন ওলে সোয়িঙ্কা। তিনি বলেন, ‘খাদ্য উৎপাদকদের জীবিকা আমরা নষ্ট করে দিচ্ছি।’ তিনি অভিযোগ করেন, খামারিদের অপহরণ করা হয়েছে এবং হত্যা করা হয়েছে।
ওলে সোয়িঙ্কা বলেন, কমিউনিটি পুলিশ খামারিদের সংকটের সমাধান করতে পারে।
সরকার গবাদিপশুর আলাদা বিচরণক্ষেত্রে নেওয়ার প্রস্তাব করেছে। তবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি রাজ্যের গভর্নর এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তারা তাদের নিজস্ব নিরাপত্তাব্যবস্থা চালু করেছে। এর নাম অ্যামোটিকাম।