জুমার দলের ভোটারের সই নকল কি না, পরীক্ষা হচ্ছে

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা
ছবি: এএফপি

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার নতুন রাজনৈতিক দল জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করতে সমর্থকদের স্বাক্ষর জাল করেছে কি না, তা পরীক্ষা করছে দেশটির পুলিশ।

জ্যাকব জুমার সাবেক দল ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) তাঁর নতুন দল এমকে পার্টির নির্বাচনে অংশ নেওয়া ঠেকাতে নানা চেষ্টা চালাচ্ছে। ২৯ মে নির্বাচনে অংশ নিতে জুমা যোগ্য কি না, তা নিয়েও আদালতে গেছে এএনসি।

সাবেক প্রেসিডেন্টের প্রার্থিতা অবৈধ ঘোষণার অংশ হিসেবে তাঁর দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে চাইছে সরকার। তারই অংশ হিসেবে সমর্থকদের স্বাক্ষর পরীক্ষা করা হচ্ছে।

জুমা গণতান্ত্রিক আফ্রিকার চতুর্থ প্রেসিডেন্ট হিসেবে ২০০৯ থেকে ২০১৮ সাল নাগাদ দায়িত্ব পালন করেন। ব্যাপক দুর্নীতির অভিযোগের মুখে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এখনো দুর্নীতির মামলায় তাঁর বিচার চলছে। আদালত অবমাননার অভিযোগে ২০২১ সালে জুমা কিছুদিন কারাগারে ছিলেন।

দুর্নীতি তদন্তের অংশ হিসেবে তলব করা হলে আদালতে হাজির হতে অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি। জুমার ১৫ মাসের সাজা হয়েছিল। তবে দুই মাস পরই তিনি কারাগার থেকে ছাড়া পান। প্রথমে স্বাস্থ্যগত কারণে তাঁকে মুক্তি দেওয়া হয়। পরে প্রেসিডেন্ট সিরিল রামাফোসা তাঁর সাজা কমিয়ে দেন।

আরও পড়ুন
আরও পড়ুন