নাইজেরিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০

নাইজেরিয়ায় বন্যায় এখন পর্যন্ত ৬০০ জনের মৃত্যু হয়েছে।

নাইজেরিয়ায় বন্যায় এখন পর্যন্ত ৬০০ জনের মৃত্যু হয়েছে। বন্যায় বিপর্যস্ত পুরো দেশ। নাইজেরিয়ার দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক মন্ত্রী সাদিয়া ওমর ফারুক এসব কথা জানিয়েছে। খবর বিবিসির

কর্তৃপক্ষ বলছে নাইজেরিয়ায় এক দশকের মধ্যে এমন ভয়াবহ বন্যা দেখা যায়নি। বন্যায় এখন পর্যন্ত ১৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বন্যায় ২ লাখের মতো ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, দেশটিতে নভেম্বর মাসের শেষপর্যন্ত বন্যা পরিস্থিতি বিরাজ করবে।

২০১২ সালের বন্যায় নাইজেরিয়ায় ৩৬৩ জনের মৃত্যু হয়। বাস্তুচ্যুত হয় ২১ লাখের বেশি মানুষ।

প্রবল বৃষ্টির কারণে এই বন্যার সৃষ্টি হয়। এতে আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটির বিস্তীর্ণ অঞ্চলজুড়ে দুর্বল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। ফলে দেশটিতে খাদ্যনিরাপত্তা ও মূল্যস্ফীতি পরিস্থিতির আরও অবনতি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

এর আগে নাইজেরিয়ার মানবিকবিষয়ক মন্ত্রণালয় গত সপ্তাহে জানিয়েছিল, বন্যায় ১৪ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সেদিন তারা প্রায় ৫০০ জনের মৃত্যুর খবর জানিয়েছিল।

নাইজেরিয়া মৌসুমি বন্যায় অভ্যস্ত হলেও এবার পরিস্থিতি অত্যন্ত খারাপ। দেশটির সরকার এ পরিস্থিতির জন্য অস্বাভাবিক ভারী বৃষ্টি ও জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছে। আর দুর্বল পরিকল্পনা ও অবকাঠামো ক্ষয়ক্ষতির মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।