বিরোধী জোটে থাকছে জ্যাকব জুমার দল
দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার নতুন রাজনৈতিক দল উমখুনটো উই সিজ (এমকে) দেশটির পার্লামেন্টে বিরোধী জোটে যোগ দিতে যাচ্ছে। গতকাল রোববার দলটির পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
প্রায় ৩০ বছর ক্ষমতায় থাকা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) সদ্য সমাপ্ত পার্লামেন্ট নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারায়। পরে বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (ডিএ) সঙ্গে মিলে ‘জাতীয় ঐক্যের সরকার’ গঠন করে এএনসি। আবারও প্রেসিডেন্ট হন বর্তমান প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।
দুর্নীতির অভিযোগ উঠলে জ্যাকব জুমাকে প্রেসিডেন্টের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর নতুন দল গঠন করেন তিনি। গত ২৯ মে অনুষ্ঠিত ভোটে ভালো ফল করে এমকে। তৃতীয় সর্বোচ্চ ১৪ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে ৪০০ আসনের ন্যাশনাল অ্যাসেম্বলিতে ৫৮ আসন পায় জুমার দল।
পার্লামেন্ট নির্বাচনে ৪০ শতাংশ ভোট পায় ক্ষমতাসীন এএনসি। বিরোধী জোট ডেমোক্রেটিক অ্যালায়েন্স পায় ২২ শতাংশ ভোট। একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় জোট সরকার গড়ার বিকল্প ছিল না রামাফোসার সামনে। শেষ পর্যন্ত ‘জাতীয় ঐক্যের সরকারের’ পথে হাঁটেন তিনি।
এদিকে দেশটির সর্বোচ্চ আদালতে ভোট কারচুপির অভিযোগ দায়ের করে জুমার এমকে পার্টি। তবে আমলে নেওয়ার মতো নয় উল্লেখ করে আদালত অভিযোগ খারিজ করে দেন। প্রতিবাদে গত শুক্রবার পার্লামেন্টের প্রথম অধিবেশন বর্জন করে জুমার দল।