আদালতের নির্দেশে কারাগারে জুমা, এক ঘণ্টা পর মুক্ত

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা
ছবি: এএফপি

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে (৮১) এক ঘণ্টার জন্য কারাগারে পাঠানো হয়েছিল। শুক্রবার সকালে তাঁকে কারাগারে নেওয়া হয়। তবে কারাগারে কয়েদির চাপ কমানোর যুক্তি দিয়ে প্রেসিডেন্ট সিরিল রামাফোসা তাঁর সাজা মওকুফ করলে তিনি কারামুক্ত হন।  

জুমাকে নেওয়া হয়েছিল দেশটির পূর্বাঞ্চলীয় ইস্টকোর্ট শহরের একটি কারাগারে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকাল ছয়টায় কারাগারে আসেন জ্যাকব জুমা। এরপর তাঁকে কয়েদি হিসেবে কারাগারে পাঠানো হয়। এরও এক ঘণ্টার বেশি সময় পর ছেড়ে দেওয়া হয় তাঁকে।

২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন জ্যাকব জুমা। জুমার শাসনামলে দুর্নীতি, স্বজনপ্রীতি ও আর্থিক কেলেঙ্কারির অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়। মামলার তদন্তে হাজির না হওয়ায় ২০২১ সালের জুনে আদালত অবমাননার দায়ে তাঁর ১৫ মাসের কারাদণ্ড হয়।

২০২১ সালের জুলাই মাসে জুমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। এর জেরে দেশটিতে ব্যাপক দাঙ্গা আর লুটপাট শুরু হয়। দেশজুড়ে এ সহিংসতায় প্রাণ হারান ৩৫০ জনের বেশি মানুষ।

কিন্তু মাত্র দুই মাসের মাথায় ওই বছরের সেপ্টেম্বরে প্যারোলে মুক্ত হন জুমা। সাজার মেয়াদ শেষ হলে গত বছরের অক্টোবরে কারা কর্তৃপক্ষ জানায় জুমা এখন কারামুক্ত। এরপর নভেম্বরে আপিল আদালত জুমার প্যারোলে মুক্তি অবৈধ ঘোষণা করে তাঁকে আবার কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তবে আদালতের এ রায়ের বিরুদ্ধে আপিল করে দেশটির কারা কর্তৃপক্ষ। কিন্তু গত মাসে দেশটির সাংবিধানিক আদালত সেই আপিল খারিজ করে জুমাকে কারাগারে পাঠানোর আদেশ বহাল রাখেন। সাংবিধানিক আদালতের নির্দেশ মেনে জুমাকে শুক্রবার কারাগারে যাওয়ার এ নির্দেশ দেওয়া হয়।