দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পাঁচতলা ভবনে আগুন, নিহত ৬৩
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে একটি পাঁচতলা ভবনে আগুন লেগে ৬৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৪৩ জন। দক্ষিণ আফ্রিকার জরুরি ব্যবস্থাপনা বিভাগ হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছে। নিহত হওয়ার সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গতকাল বুধবার রাতে পাঁচতলা ভবনটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।
দক্ষিণ আফ্রিকার জরুরি ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র রবার্ট মুলাউদজি স্থানীয় সংবাদমাধ্যম ইএনসিএকে বলেছেন, ধোঁয়ার কারণে আহত ব্যক্তিদের কারও কারও শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মুলাউদজি বলেছেন, আগুনে পুড়ে যাওয়া ভবন থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ভবনটিতে আর কোনো মৃতদেহ আছে কি না, তা নিশ্চিত হতে বিভিন্ন তলায় অনুসন্ধান চালানো হচ্ছে।
টেলিভিশন ফুটেজে দেখা গেছে, লাল-সাদা রঙের ভবনটির জানালাগুলো আগুনে পুড়ে গেছে। ভবনের বাইরে ফায়ার সার্ভিসের গাড়ি ও অ্যাম্বুলেন্স অপেক্ষা করছে। ভবনটি ঘিরে রেখেছে পুলিশ।