সুদানে গ্রেপ্তার বিশ্বের ‘শীর্ষ’ মানব পাচারকারী
পুলিশ হন্যে হয়ে খুঁজছিল ইরিত্রিয়ার নাগরিক কিদানে জেকারিয়াস হেবতেমারিয়ামকে। তিনি বিশ্বের ‘শীর্ষ’ মানব পাচারকারী হিসেবে পরিচিত। সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের সহায়তায় সুদানে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল)। খবর আল-জাজিরার।
কিদান জেকারিয়াস হাবতেমারিয়ামের বিরুদ্ধে বড় এক মানব পাচারকারী চক্রের নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। তিনি লিবিয়ায় বসে তাঁর কার্যক্রম পরিচালনা করেন। তাঁর বিরুদ্ধে ইউরোপে গমনেচ্ছু শত শত পূর্ব আফ্রিকান অভিবাসীকে অপহরণ, ধর্ষণ ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
জেকারিয়াস হাবতেমারিয়ামের বিরুদ্ধে ইন্টারপোলের দুটি রেড নোটিশ জারি ছিল। এর মধ্যে একটি ইথিওপিয়া ও আরেকটি নেদারল্যান্ডস থেকে জারি করা হয়েছিল। গত বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, তাদের সহযোগিতায় সুদানের পুলিশ ১ জানুয়ারি জেকারিয়াস হাবতেমারিয়ামকে গ্রেপ্তার করেছে। ২০১৯ সাল থেকেই ইন্টারপোল তাঁকে খুঁজছিল। অভিবাসীদের প্রতি নিষ্ঠুর ও সহিংস আচরণের জন্য কুখ্যাত ছিলেন তিনি।
সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্রমন্ত্রী সাইদ আবদুল্লাহ আল-সুওয়াদি বলেন, ইউরোপে মানব পাচারের গুরুত্বপূর্ণ একটি পথ তাঁরা বন্ধ করেছেন। এ পথ দিয়ে ইরিত্রিয়া, ইথিওপিয়া, সোমালিয়া ও সুদানের অনেক মানুষকে পাচার করা হতো। গত বছর থেকে জেকারিয়াসের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাত ও ইন্টারপোল তদন্ত শুরু করে। এরপর তাঁর ভাইয়ের ব্যাংক হিসাবে অবৈধ অর্থ লেনদেনের তথ্য পাওয়া যায়।
সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জেকারিয়াসকে বিচারের মুখোমুখি করা হবে। এখানকার মামলা শেষ হলে তাঁর প্রত্যর্পণের বিষয়টি পর্যালোচনা করা হবে।
এর আগে জেকারিয়াস ২০২০ সালে ইথিওপিয়ায় গ্রেপ্তার হয়েছিলেন। কিন্তু এক বছর পরেই তিনি কারাগার থেকে পালিয়ে যান। পরে তাঁর অনুপস্থিতিতে বিচার হয়। সে দেশে বিচারে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।