মালিতে সোনার খনিতে সুড়ঙ্গধসে ৭৩ জন নিহত

মালির মানচিত্রছবি: এএফপি

মাআফ্রিকার দেশ মালির একটি সোনার খনিতে সুড়ঙ্গধসে ৭০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় একটি সূত্র এএফপিকে জানিয়েছে, গত শুক্রবার (১৯ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে। দেশটিতে খনি দুর্ঘটনার সর্বশেষ নজির এটি।
বিশ্বের দরিদ্র দেশগুলোর একটি মালি। তবে আফ্রিকার যেসব দেশে সবচেয়ে বেশি সোনা উত্তোলন করা হয়, তার একটি মালি। দেশটিতে মাঝেমধ্যেই খনি দুর্ঘটনার খবর পাওয়া যায়।

দুর্ঘটনাটি ঘটেছে মালির দক্ষিণ–পশ্চিমাঞ্চলের কানগাবা শহরে। দুর্ঘটনার শিকার সোনার খনির কর্মকর্তা ওমর সিদিবে বলেন, প্রথমে অনেক জোরে শব্দ হয়। এর পরপরই মাটি কেঁপে ওঠে। ধসে পড়ে সুড়ঙ্গটি।

ওই কর্মকর্তা আরও বলেন, ‘দুর্ঘটনার সময় খনিটিতে দুই শতাধিক শ্রমিক কাজ করছিলেন। তল্লাশি অভিযান শেষ হয়েছে। আমরা ৭৩ জনের মরদেহ উদ্ধার করেছি।’
স্থানীয় কাউন্সিলর নিহতের একই সংখ্যা সংবাদমাধ্যমকে জানিয়েছেন। এর আগে গত মঙ্গলবার মালির খনিবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে দুর্ঘটনা ও কয়েকজন শ্রমিক নিহত হওয়ার কথা জানিয়েছে। তবে বিবৃতিতে নিহত শ্রমিকের সংখ্যা জানানো হয়নি।
মালি সরকারের পক্ষ থেকে খনি দুর্ঘটনায় নিহত শ্রমিকদের প্রতি শোক ও তাঁদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।