তিউনিশিয়া উপকূলে নৌকা ডুবে ২৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু
ভূমধ্যসাগরের তিউনিশিয়া উপকূলে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক দুই নৌকাডুবির ঘটনায় অন্তত ২৯ অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন। স্থানীয় সময় আজ রোববার আফ্রিকার সাবসাহারা অঞ্চলের বিভিন্ন দেশের এসব নাগরিক অবৈধভাবে ইতালি উপকূলে যাচ্ছিলেন। এসব তথ্য জানিয়েছেন তিউনিশিয়ার সরকারি কর্মকর্তারা।
গত পাঁচ দিনে তিউনিশিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশী বহনকারী সাতটি নৌকাডুবির ঘটনা ঘটল। এর আগে গত চার দিনে পৃথক আরও চারটি নৌকাডুবির ঘটনা ঘটে। নথিপত্র ছাড়া অবৈধভাবে আফ্রিকার বিভিন্ন দেশের যেসব নাগরিক তিউনিশিয়ায় আছেন, তাদের ধরপাকড়ে অভিযান শুরুর পরে নৌকাডুবি বেড়েছে।
এদিকে তিউনিশিয়ায় এমন অভিযান শুরুর পরই ইতালি উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের ঢল শুরু হয়েছে। ইতালির ল্যাম্পেদুসা দ্বীপের কর্মকর্তারা জানিয়েছেন, শেষ ২৪ ঘণ্টায় ভূমধ্যসাগরে অবস্থিত ইতালির এই দ্বীপে আড়াই হাজার অভিবাসনপ্রত্যাশী পৌঁছেছেন, এক দিনে এর আগে এত অভিবাসনপ্রত্যাশী যাননি।
উন্নত জীবনের আশায় যাঁরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যেতে যান, তাঁদের জন্য একটি কেন্দ্র হয়ে উঠেছে তিউনিশিয়া। জাতিসংঘের দেওয়া হিসাব অনুযায়ী চলতি বছরে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যেসব অভিবাসনপ্রত্যাশী ইতালি উপকূলে পৌঁছান, তাঁদের ১২ হাজার তিউনিশিয়া থেকে যাওয়া, গত বছর যা ছিল মাত্র ১৩০০।
ইতালির কট্টর ডানপন্থী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি দেশটির উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের ঢলের ঝুঁকি নিয়ে ইউরোপের অন্যান্য দেশকেও সতর্ক করেছেন।