দক্ষিণ সুদানে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ২০ জন নিহত
আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ২০ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার দেশটির ইউনিটি প্রদেশে এ ঘটনা ঘটেছে। ছোট আকারের ওই উড়োজাহাজটিতে গ্রেটার পাইওনিয়ার অপারেটিং কোম্পানি নামের একটি জ্বালানি তেল প্রতিষ্ঠানের কর্মীরা ছিলেন।
ইউনিটি প্রদেশের তথ্যমন্ত্রী গ্যাটওয়েচ বিপাল বলেন, উড়োজাহাজটি রাজধানী জুবার উদ্দেশে যাত্রা করার কথা ছিল। তবে আকাশে ওড়ার সময় সেটি বিধ্বস্ত হয়। নিহত ব্যক্তিদের মধ্যে চীনের দুজন এবং ভারতের একজন নাগরিক রয়েছেন।
এ ছাড়া উড়োজাহাজটিতে অবস্থান করা প্রকৌশলী ও প্রযুক্তিবিদেরা নিহত হয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির। দুর্ঘটনার কারণ জানতে দ্রুত তদন্ত শুরু করা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
বিগত বছরগুলোয় দক্ষিণ সুদানে বেশ কয়েকটি উড়োজাহাজ দুর্ঘটনা হয়েছে। এর মধ্যে ২০১৮ সালের সেপ্টেম্বরে যাত্রীবাহী একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ১৯ জন নিহত হন। উড়োজাহাজটি জুবা থেকে ইরোল শহরে যাচ্ছিল।
এর আগে ২০১৫ সালে জুবা বিমানবন্দর থেকে আকাশে ওড়ার পর পণ্যবাহী একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় উড়োজাহাজটিতে থাকা কয়েক ডজন আরোহী নিহত হন।