জিম্বাবুয়ে-উগান্ডার ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনফাইল ছবি: রয়টার্স

জিম্বাবুয়েতে গণতন্ত্র ক্ষুণ্নের জেরে ভিসা নিষেধাজ্ঞা নীতি প্রয়োগের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আর উগান্ডায় যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা নীতি বিস্তৃত করার ঘোষণা দিয়েছে।

গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন এ-সংক্রান্ত ঘোষণা দেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি দুটি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

জিম্বাবুয়ের ক্ষেত্রে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র তার নীতির আওতায় দেশটিতে (জিম্বাবুয়ে) গণতন্ত্র ক্ষুণ্নের জন্য দায়ী বা জড়িত বলে বিবেচিত ব্যক্তির ওপর ভিসা বিধিনিষেধ দেবে।

গণতন্ত্র ক্ষুণ্ন বলতে যেসব বিষয়ের কথা যুক্তরাষ্ট্র উল্লেখ করেছে, তার মধ্যে রয়েছে নির্বাচনী প্রক্রিয়ায় কারচুপি, ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা, ভোটাধিকার প্রয়োগ করতে বাধা দেওয়া, রাজনৈতিক বিরোধীদের নির্বাচনী প্রক্রিয়া থেকে বাদ দেওয়া, নাগরিক সমাজের সংস্থাগুলোর কার্যক্রম পরিচালনার সক্ষমতা সীমিত করা, হুমকি বা শারীরিক সহিংসতার মাধ্যমে ভোটার, নির্বাচন পর্যবেক্ষক বা নাগরিক সমাজের সংস্থাকে ভয় দেখানো।

উগান্ডার ক্ষেত্রে বলা হয়েছে, গণতন্ত্র ক্ষুণ্ন করা ও দমন–পীড়নের জন্য দেশটির ব্যাপারে ভিসা নিষেধাজ্ঞার নীতি সম্প্রসারণের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উগান্ডার ২০২১ সালের ত্রুটিপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনের পর দেশটির গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ন করার জন্য দায়ী ব্যক্তিদের নিশানা করে একটি ভিসা নিষেধাজ্ঞা নীতি ঘোষণা করেছেন ব্লিঙ্কেন। সে সময়ে (নির্বাচন) ব্লিঙ্কেন উগান্ডা সরকারকে তার রেকর্ড উল্লেখযোগ্যভাবে ভালো করতে, ত্রুটিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া, সহিংসতা ও ভীতি প্রদর্শনের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে অনুরোধ করেছিলেন।

এখন ব্লিঙ্কেন উগান্ডার বর্তমান-সাবেক কর্মকর্তা বা অন্যদের জন্য মার্কিন ভিসা নিষেধাজ্ঞার নীতি সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন। উগান্ডার গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ন করা, প্রান্তিক বা দুর্বল জনগোষ্ঠীর সদস্যদের দমনের লক্ষ্যে নীতি গ্রহণ বা কর্মকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিরা এই নিষেধাজ্ঞার আওতায় আসবেন।