দক্ষিণ আফ্রিকায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে সন্দেহভাজন ১৮ ডাকাত নিহত
দক্ষিণ আফ্রিকার লিমপোপো প্রদেশে পুলিশের সঙ্গে গোলাগুলিতে সন্দেহভাজন ১৮ ডাকাত নিহত হয়েছেন। পুলিশ কমিশনার ফানি মাসেমোলা স্থানীয় সময় গতকাল শুক্রবার এ কথা জানান।
পুলিশ বলছে, সন্দেহভাজন ব্যক্তিরা নগদ অর্থ ও মূল্যবান সম্পদবাহী একটি ট্রাক ডাকাতির পরিকল্পনা করেছিলেন। অন্যান্য প্রদেশেও তাঁরা এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত।
জোহানেসবার্গ থেকে ৪০০ কিলোমিটার উত্তর–পূর্বে মাখাদো এলাকায় সাংবাদিকদের মাসেমোলা বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই চক্র মাপুমালাঙ্গা, গুয়েতেংয়ের বেশ কয়েকটি চক্রের সঙ্গে যুক্ত।’ গোলাগুলিতে একজন পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন বলেও জানান তিনি। ৯০ মিনিট ধরে ওই গোলাগুলি চলে।
দক্ষিণ আফ্রিকার পুলিশ এক বিবৃতিতে বলেছে, ঘটনাস্থলে নিহত ব্যক্তিদের মধ্যে ১৬ জন পুরুষ ও ২ জন নারী।
দক্ষিণ আফ্রিকায় প্রায়ই এ ধরনের ট্রাক ডাকাতির ঘটনা ঘটে।