গিনিতে অন্তর্বর্তী সরকার ভেঙে দিল সেনা কর্মকর্তারা

গিনিতে সেনা টহল।ফাইল ছবি। রয়টাির্স

দুই বছর আগে পশ্চিম আফ্রিকার দেশ গিনির ক্ষমতা নিয়ন্ত্রণে নেওয়া সেনাবাহিনী দেশটির অন্তর্বর্তী সরকার ভেঙে দিয়েছে। সেনাবাহিনী ঘোষণা করেছে, সেখানে নতুন প্রশাসন নিয়োগ দেওয়া হবে। খবর আল–জাজিরার।

গত সোমবার দেশটির সামরিক নেতারা এক ভিডিও বার্তায় বলেন, মন্ত্রিপরিষদের পরিচালক, মহাসচিব এবং তাঁদের ডেপুটিরা নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকবেন।

২০২২ সালের জুলাই থেকে সেখানে অন্তর্বর্তী সরকার চালু ছিল। সরকার ভেঙে দেওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। ২০২১ সালের সেপ্টেম্বরে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে সেনাবাহিনী।