আলজেরিয়ার ওমর বি নামের এক ব্যক্তি ১৯ বছর বয়সে নিখোঁজ হন। এত দিন অনেক খোঁজাখুঁজি করেও তাঁর হদিস মেলেনি। তাঁর পরিবার ধরে নিয়েছিল, হয় তাঁকে অপহরণ করা হয়েছে অথবা হত্যা করা হয়েছে। আর সেই ব্যক্তিকে ২৬ বছর পর পাওয়া গেল, তা-ও তাঁরই প্রতিবেশীর বাড়িতে। গত মঙ্গলবার দেশটির বিচার মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে।
১৯৯৮ সালে আলজেরিয়ায় গৃহযুদ্ধ চলাকালে ওমর নিখোঁজ হন। এখন তাঁর বয়স ৪৫ বছর।
আলজেরিয়ার জেলফা শহরে ওমরের বাড়ি থেকে মাত্র ২০০ মিটার দূরে খড়ের গাদায় তাঁকে পাওয়া যায়। সম্পত্তির উত্তরাধিকার নিয়ে বিরোধের জের ধরে অপহরণকারীর ভাই ওমরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এরপরই ওমরের অবস্থান জানা যায়।
বিচার মন্ত্রণালয় জানায়, ওমরকে অপহরণের সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তির বয়স ৬১ বছর। তিনি এল গুয়েদিদ পৌরসভার একজন দারোয়ান। তিনি পালানোর চেষ্টা করলে তাঁকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
আলজেরিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়, ভুক্তভোগী ওমর বলেছেন, তিনি বাইরে ফোন করে বা অন্য কোনো উপায়ে সাহায্য চাইতে পারেননি। কারণ, অপহরণকারী তাঁকে জাদুমন্ত্রে সম্মোহিত করে রেখেছিলেন।
মন্ত্রণালয় আরও জানায়, ঘটনাটি নিয়ে এখনো তদন্ত চলছে। ওমরের সঙ্গে ‘জঘন্য’ অপরাধ করা হয়েছে। ভুক্তভোগীকে শারীরিক ও মানসিক সেবা দেওয়া হচ্ছে।