গিনি-বিসাউয়ের সাবেক প্রেসিডেন্টের ছেলের যুক্তরাষ্ট্রে কারাদণ্ড

প্রতীকী ছবি

আফ্রিকার দেশ গিনি-বিসাউয়ের সাবেক এক প্রেসিডেন্টের ছেলের সাড়ে ছয় বছরের বেশি কারাদণ্ড হয়েছে যুক্তরাষ্ট্রে।

কারাদণ্ড পাওয়া ব্যক্তির নাম মালাম বাকাই সানহা জুনিয়র (৫২)। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানান, আন্তর্জাতিক হেরোইন পাচারের ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে তাঁকে এই কারাদণ্ড দেওয়া হয়।

এফবিআইয়ের হিউস্টন (টেক্সাস) ফিল্ড কার্যালয়ের দায়িত্বে থাকা বিশেষ এজেন্ট ডগলাস উইলিয়ামস বলেন, মালাম কোনো সাধারণ আন্তর্জাতিক মাদক পাচারকারী ছিলেন না। তিনি গিনি-বিসাউয়ের সাবেক প্রেসিডেন্টের ছেলে। একটি খুবই সুনির্দিষ্ট কারণে তিনি মাদক পাচার করছিলেন। আর তা হলো একটি অভ্যুত্থানের জন্য অর্থায়ন।

মার্কিন বিচার বিভাগের তথ্যমতে, মালাম হেরোইন পাচার ষড়যন্ত্রের একজন নেতা ও সংগঠক ছিলেন। তিনি ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে হেরোইন পাচারে জড়িত ছিলেন।

২০২২ সালের জুলাইয়ে তানজানিয়ায় আসার পর এক সহযোগীসহ মালাম গ্রেপ্তার হন। পরে তাঁদের যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়।

২০২৩ সালের সেপ্টেম্বরে মালাম আদালতে দোষ স্বীকার করেন। তাঁকে মোট ৮০ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মালামের বাবা মালাম বাকাই সানহা। তিনি ২০০৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছিলেন। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই ২০১২ সালের জানুয়ারিতে তিনি ফ্রান্সের প্যারিসে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।