ইবোলা সংক্রমণ: উগান্ডার দুই এলাকায় লকডাউন

রয়টার্স ফাইল ছবি

ইবোলা সংক্রমণের কারণে উগান্ডার দুটি এলাকায় তিন সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। মুবেন্ডে ও প্রতিবেশী কাসান্ডায় বার, নাইট ক্লাব, উপাসনালয় ও বিনোদনকেন্দ্র এ সময় বন্ধ থাকবে। কারফিউ জারি করা হবে। খবর বিবিসির।

উগান্ডার প্রেসিডেন্ট ইউয়ারি মুসেভিনি এর আগে বলেছিলেন ইবোলা সংক্রমণ রোধের জন্য এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। এরপর লকডাউন দিয়ে ইউটার্ন নিলেন তিনি। সম্প্রতি ইবোলার সংক্রমণে উগান্ডায় ১৯ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে ইবোলায় রেকর্ড ৫৮ জন সংক্রমিত হয়েছেন। ধারণা করা হচ্ছে উগান্ডায় মৃত্যু ও সংক্রমণ আরও বেশি হতে পারে।

মুবেন্ডেতে সেপ্টেম্বর মাসের প্রথমদিকে ইবোলার সংক্রমণ শুরু হয়। রাজধানী কামপালা থেকে ৮০ কিলোমিটার দূরের এই শহর ইবোলা সংক্রমণের কেন্দ্রস্থল।

প্রেসিডেন্ট মুসেভিনি এর আগে বলেছিলেন, ইবোলা বাতাসের মাধ্যমে ছড়ায় না। তাই করোনাভাইরাসের সংক্রমণ রোধে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়, ইবোলার ক্ষেত্রে তা নেওয়ার প্রয়োজন নেই।  গতকাল শনিবার মুসেভিনি ও কাসান্ডার ভেতরে ও বাইরে সব ধরনের যাতায়াত স্থগিত করে দেন তিনি। তবে কার্গো ট্রাকগুলো যাতায়াতের অনুমতি দিয়েছেন মুসেভিনি। এর বাইরে সব ধরনের পরিবহন বন্ধ করা হয়েছে।

টেলিভিশনে দেওয়া এক ভাষণে মুসেভিনি বলেন, ইবোলার সংক্রমণ নিয়ন্ত্রণে অস্থায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে ইবোলার সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য আমাদের সবাইকে কর্তৃপক্ষকে সহায়তা করতে হবে।

ইবোলার আক্রান্ত হিসেবে সন্দেহভাজন যাঁরা আইসোলেশনে থাকতে চান না, তাঁদের গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট।

উগান্ডায় এবার ইবোলার সুদানের ধরনের সংক্রমণ হয়েছে।  ইবোলায় বমি, ডায়রিয়া, শরীরের ভেতর ও বাইরে রক্তক্ষরণের উপসর্গ থাকে।