ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবি, ৪১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ডুবে যায় নৌকাটি।
প্রতীকী ছবি : রয়টার্স

ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকাডুবিতে ৪১ জনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার তিউনিসিয়ার সাফাক্স শহর থেকে ৪৫ জন অভিবাসী নিয়ে ইতালির উদ্দেশে যাত্রা করে নৌকাটি।

যাত্রার কয়েক ঘণ্টা পরেই নৌকাটি ডুবে যায়। এতে ৪১ জন যাত্রীর সলিলসমাধি ঘটে। এ সময় একটি কার্গো জাহাজ চারজনকে উদ্ধার করে। পরে তাদের ইতালির কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।

বেঁচে যাওয়া যাত্রীদের মধ্যে আইভরি কোস্টের তিনজন পুরুষ ও গিনির একজন নারী রয়েছেন। তাঁদের বরাতে ইতালির বার্তা সংস্থা আনসা এ তথ্য জানিয়েছে।

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের অভিবাসন রুটগুলোয় গত বছর প্রায় ৩ হাজার ৮০০ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রকাশ করা এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আইওএমের তথ্য অনুযায়ী, ২০১৭ সালের পর গত বছর এই অঞ্চলের অভিবাসন রুটগুলোয় সর্বোচ্চসংখ্যক অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। ছয় বছর আগে (২০১৭ সাল) এই রুটে সর্বোচ্চ ৪ হাজার ২৫৫ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর তথ্য নথিভুক্ত করা হয়েছিল।