কেপ ভার্দে উপকূল: ৬০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা

নৌকাটি এক মাসের বেশি সময় ধরে সমুদ্রে ভাসছিল
ফাইল ছবি: রয়টার্স

পশ্চিম আফ্রিকার কেপ ভার্দে উপকূলে অভিবাসনপ্রত্যাশী বহনকারী একটি নৌকা পাওয়া গেছে। নৌকাটিতে থাকা অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ৬০ জনের বেশি ব্যক্তির মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

নৌকাটি থেকে শিশুসহ ৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, তাঁদের উদ্ধার করে কেপ ভার্দের সাল দ্বীপে নেওয়া হচ্ছে। কাউকে কাউকে স্ট্রেচারে করে নেওয়া হচ্ছে।

নৌকাটি এক মাসের বেশি সময় ধরে সমুদ্রে ছিল। নৌকাটির আরোহীদের প্রায় সবাই সেনেগাল থেকে এসেছেন বলে ধারণা করা হচ্ছে।

ভবিষ্যতে এ ধরনের প্রাণহানি রোধে অভিবাসন বিষয়ে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন কেপ ভার্দের কর্মকর্তারা।

বার্তা সংস্থা এএফপিকে পুলিশ জানিয়েছে, নৌকাটি প্রথম শনাক্ত হয় গত সোমবার।

প্রাথমিকভাবে বলা হয়েছিল, নৌকাটি ডুবে গেছে। কিন্তু পরে বলা হয়, নৌকাটিকে সমুদ্রে ভাসমান অবস্থায় পাওয়া যায়।

পুলিশ জানায়, কাঠ দিয়ে তৈরি নৌকাটিকে কেপ ভার্দের সাল দ্বীপ থেকে প্রায় ৩২০ কিলোমিটার (২০০ মাইল) দূরের সমুদ্রে প্রথম দেখতে পায় মাছ ধরার একটি স্প্যানিশ নৌকা। পরে তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করে।

নৌকাটি থেকে যাঁদের জীবিত উদ্ধার করা হয়েছে, তাঁদের মধ্যে ১২ থেকে ১৬ বছর বয়সী ৪টি শিশু রয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

জীবিত উদ্ধার ব্যক্তিদের উদ্ধৃত করে সেনেগালের পররাষ্ট্র মন্ত্রণালয় গত মঙ্গলবার জানিয়েছে, গত ১০ জুলাই ১০১ ব্যক্তিকে নিয়ে নৌকাটি দেশটির (সেনেগাল) মাছ ধরার গ্রাম ফাসে বোয়ে থেকে রওনা দিয়েছিল।

সেনেগালের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশটির নাগরিকদের প্রত্যাবাসনের ব্যবস্থার জন্য তারা কেপ ভার্দের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে।

নৌকাটির আরোহীদের মধ্যে সিয়েরা লিওন, গিনি-বিসাউ প্রভৃতি দেশের নাগরিকেরাও ছিলেন বলে জানা গেছে।