২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

ইউক্রেনের মধ্যাঞ্চলের রিভিয়ি রিগ শহরের কেন্দ্রস্থলের একটি আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে
ছবি: এএফপি

ইউক্রেনের আবাসিক এলাকায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ছয়জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অন্তত ৭৫ জন। গতকাল সোমবার এ হামলার ঘটনা ঘটেছে।

তবে মস্কো জানিয়েছে, রুশ ভূখণ্ডে হামলার জবাবে তারা ইউক্রেনে পাল্টা হামলা চালিয়েছে। তবে তাদের লক্ষ্যবস্তু বেসামরিক স্থাপনা ছিল না, বরং ইউক্রেনের সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লেমেঙ্কো টেলিগ্রাম পোস্টে জানান, ইউক্রেনের মধ্যাঞ্চলের রিভিয়ি রিগ শহরের কেন্দ্রস্থলে স্থানীয় সময় গতকাল (৩১ জুলাই) সকালে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র সেখানকার নয়তলা একটি আবাসিক ভবনে আঘাত হানে। এতে ওই ভবনে বড় গর্ত হয় এবং আগুন ধরে যায়। এ সময় প্রাণ যায় ১০ বছর বয়সী এক মেয়েশিশু, শিশুটির ৪৫ বছর বয়সী মাসহ অন্তত ৬ জনের এবং আহত হন ৭৫ জন।

এদিকে বিবিসির প্রতিবেদনের তথ্য, রাশিয়ার রাজধানী মস্কোয় একটি বহুতল ভবনে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। গত দুই দিনে এটা নিয়ে দ্বিতীয় ড্রোন হামলার শিকার হলো মস্কো।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, গত রাতে ইউক্রেন থেকে পাঠানো কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

এসব হামলার পেছনে ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বলা হয়েছে, কৃষ্ণসাগরে একটি রুশ নৌকায় গত রাতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এ সময় তিনটি ড্রোন ধ্বংস করা হয়েছে।

যদিও ইউক্রেনের কর্তৃপক্ষ এসব অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি।