ট্রাম্পের সঙ্গে ইউক্রেন নিয়ে আলোচনা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বৃহস্পতিবার বলেছেন, তিনি ইউক্রেন সংঘর্ষ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। তাঁরা শিগগির বৈঠক করার পরিকল্পনা করছেন।
দক্ষিণ আফ্রিকায় সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর সিরিল রামাফোসা এ কথা বলেন।
তবে বুধবার দিবাগত রাতে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলার পর দক্ষিণ আফ্রিকার সফর সংক্ষিপ্ত করার কথা জানান জেলেনস্কি। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, রাত্রিকালীন হামলায় ইউক্রেনের রাজধানীতে অন্তত নয়জন নিহত হয়েছেন। আমি ‘অবিলম্বে ইউক্রেনে ফিরে যাব’।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বলেন, ‘আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেন শান্তিপ্রক্রিয়া নিয়ে কথা বলেছি। অপ্রয়োজনীয় প্রাণহানি কমাতে আমরা এই যুদ্ধ দ্রুত শেষ করার বিষয়ে সম্মত হয়েছি। আমরা শিগগিরই বৈঠক করার বিষয়ে একমত হয়েছি। বৈঠকে আমরা দক্ষিণ আফ্রিকা-যুক্তরাষ্ট্রের সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করব।’
গত জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর থেকে প্রিটোরিয়া ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক খারাপ হতে থাকে। গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা করেছে প্রিটোরিয়া। এই পদক্ষেপসহ দেশটির বিভিন্ন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নীতির সমালোচনা করেছেন ট্রাম্প। উত্তেজনার একপর্যায়ে গত মাসে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে বহিষ্কার করে যুক্তরাষ্ট্র।
দক্ষিণ আফ্রিকায় ‘শ্বেতাঙ্গবিরোধী ভূমিনীতি’ চলছে, এমন অভিযোগ এনে দেশটির আর্থিক সহায়তাও বন্ধ করেছেন ট্রাম্প। পাশাপাশি দেশটিতে ‘নির্যাতিত’ শ্বেতাঙ্গ আফ্রিকানদেরও শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি।
তবে, সামাজিক যোগাযোগমাধ্যমে রামাফোসা লিখেছেন, ‘আমি ও ট্রাম্প আমাদের দুই দেশের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়ে একমত হয়েছি।’