মরক্কোতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬৩২

মরক্কোতে ভূমিকম্পে বিধ্বস্ত একটি গাড়ি
ছবি: রয়টার্স

মরক্কোতে গতকাল শুক্রবার আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৬৩২ জনে পৌঁছেছে। আহত হয়েছে কমপক্ষে ৩২৯ জন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির স্থানীয় টিভি চ্যানেল এ খবর জানিয়েছে।
স্থানীয় সময় গতকাল শুক্রবার রাত ১১টা ১১ মিনিটে রিখটার স্কেলে ৬ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে।

আরও পড়ুন

প্রথম ভূমিকম্পটির ১৯ মিনিট পর আরেকটি ভূকম্পন (পরাঘাত) হয়। রিখটার স্কেলে দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৯।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে, ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উচ্চ অ্যাটলাস পর্বতমালা।

মরক্কোর মারাকেচে ভূমিকম্পে বিধ্বস্ত একটি এলাকা। স্থানীয় টেলিভিশনের ভিডিও ফুটেজ থেকে ছবিটি নেওয়া
ছবি: রয়টার্স
আরও পড়ুন

দেশটির চতুর্থ বৃহত্তম শহর মারাকেশ থেকে প্রায় ৭১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এই পর্বতমালার অবস্থান। উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১৮ দশমিক ৫ কিলোমিটার।
মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মারাকেশসহ দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি এলাকার লোকজন ভূমিকম্পে নিহত হয়েছেন।

মরক্কোতে ভূমিকম্পে বিধ্বস্ত একটি গাড়ি
ছবি: রয়টার্স

স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বেশির ভাগ প্রাণহানি ঘটেছে পাহাড়ি এলাকায়, যেখানে দ্রুত পৌঁছানোটা কঠিন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, প্রাথমিক তথ্যানুসারে, ভূমিকম্পে মারাকেশ, আল-হাউস, ওয়ারজাজেট, আজিলাল, চিচাউয়া, তারউদান্ত এলাকায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন