ম্যালেরিয়া নির্মূলে নতুন ধরনের মশারির পরীক্ষা

ম্যালেরিয়া প্রতিরোধে মশারিছবি : রয়টার্স

গবেষকেরা দুই ধরনের রাসায়নিকমিশ্রিত নতুন ধরনের মশারি উদ্ভাবন করেছেন, যা ম্যালেরিয়া রোগ অর্ধেকে নামিয়ে আনতে পারে। আফ্রিকার কয়েকটি দেশে এর সফল পরীক্ষা সম্পন্ন হওয়ায় ম্যালেরিয়া নিমূর্লের ক্ষেত্রে এ মশারি নতুন আশা জাগাচ্ছে। কারণ, রোগটি চিকিত্সা ও প্রতিরোধ প্রচেষ্টার ক্রমবর্ধমান প্রতিরোধী হয়ে উঠছে।

আফ্রিকার দেশগুলোতে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত মহামারি আকারে ম্যালেরিয়া দেখা দেয়। এ সময় মশারিতে দুই ধরনের কীটনাশক ব্যবহার করে সফলতা পাওয়া গেছে। আফ্রিকার ১৭টি দেশে এ মশারি পরীক্ষা করা হয়েছে। যেসব দেশে এ মশারি পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে ছিল নাইজেরিয়া। এখানে ম্যালেরিয়ায় বিশ্বে যত লোক মারা যায়, তা বিশ্বের এক–তৃতীয়াংশ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০২২ সালে ম্যালেরিয়ায় বিশ্বে ৬ লাখ মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ২৪ কোটি ৯০ লাখ মানুষ। ম্যালেরিয়ায় মারা যাওয়া রোগীদের ৯০ শতাংশই আফ্রিকা অঞ্চলের। নব্বইয়ের দশক থেকেই ম্যালেরিয়া প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মশারি।