সোমালিয়ায় মার্কিন বিমান হামলায় আইএসের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা নিহত

গত সপ্তাহে আইএসের একটি ঘাঁটি দখল করে পুন্টল্যান্ড সিকিউরিটি ফোর্সেস (পিএসএফ)ফাইল ছবি: রয়টার্স

আফ্রিকার দেশ সোমালিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা নিহত হয়েছেন। শনিবার দেশটির উত্তরাঞ্চলের গোলিস পার্বত্য এলাকায় এ হামলা চালানো হয়। আধা স্বায়ত্তশাসিত পুন্টল্যান্ড অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

এর আগে শনিবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি সোমালিয়ায় আইএসের হামলাসংক্রান্ত একজন জ্যেষ্ঠ পরিকল্পনাকারী ও অন্য সন্ত্রাসীদের ওপর নির্ভুলভাবে বিমান হামলা চালানোর নির্দেশ দিয়েছেন।

সোমালিয়ায় আইএসের উপস্থিতি তুলনামূলক কম। আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত দেশটির আল-শাবাব গোষ্ঠী থেকে বেরিয়ে এসে একটি অংশ আইএসের সোমালিয়া শাখা গড়ে তুলেছেন। সম্প্রতি এই গোষ্ঠী তাদের তৎপরতা বাড়াচ্ছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

শনিবার সোমালিয়ার উত্তরাঞ্চলে অভিযান চালানো হয়। পুন্টল্যান্ড সিকিউরিটি ফোর্সেস (পিএসএফ) ওই এলাকায় গত ডিসেম্বর থেকে অভিযান চালাচ্ছে। গোলিস পার্বত্য এলাকায় সশস্ত্র গোষ্ঠীটির তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায় বলে জানা গেছে।
রোববার পুন্টল্যান্ডের আঞ্চলিক সরকার জানায়, সম্প্রতি আইএসের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। অভিযানের দ্বিতীয় পর্যায়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, সন্ত্রাসীরা যেসব গুহায় লুকিয়ে ছিল, যুক্তরাষ্ট্র সেসব ধ্বংস করেছে। এ সময় সাধারণ মানুষের কোনো ক্ষতি না করেই বেশ কিছু সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পেট হেগসেথ এক বিবৃতিতে বলেছেন, ‘এই অভিযানের মাধ্যমে মার্কিন নাগরিক, আমাদের অংশীদার ও নিরপরাধ বেসামরিক নাগরিকদের হুমকি দিয়ে আইএসের সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও পরিচালনা করার ক্ষমতা হ্রাস করা হয়েছে।’

আরও পড়ুন

এদিকে আইএসের ওপর হামলা চালানোয় যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের যৌথ লড়াইয়ে মার্কিন প্রশাসনের অটল সমর্থন করছে।’