দক্ষিণ আফ্রিকায় হতে পারে জোট সরকার
দক্ষিণ আফ্রিকার সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) সবচেয়ে খারাপ ফলের পথে রয়েছে। গতকাল শুক্রবার নির্বাচনের ফলাফল গণনার সময় এ চিত্র দেখা যায়। গত বুধবার দেশটির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, এএনসি থেকে ভোটাররা মুখ ফিরিয়ে নিয়েছেন। ফলে তিন দশকের বেশি সময় ধরে এএনসির রাজনৈতিক আধিপত্য এবার শেষ হচ্ছে।
চূড়ান্ত ফলাফলের পর যদি এএনসির ভোটের হার ৫০ শতাংশের নিচে চলে যায়, তবে তাদের সরকার গঠন করতে জোটসঙ্গী খুঁজতে হবে।
দক্ষিণ আফ্রিকার সাধারণ নির্বাচনে ৫৫ ভাগ কেন্দ্রের ভোট গণনা শেষে দেখা যায়, এএনসি ৪২ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে। কিন্তু দলটি ২০১৯ সালের নির্বাচনে ৫৭ শতাংশ ভোট পেয়েছিল। সে তুলনায় এবারের ভোট অনেক কম।
দক্ষিণ আফ্রিকার নির্বাচন কমিশনের (আইইসি) তথ্য অনুযায়ী, ৫৫ শতাংশ কেন্দ্রের ভোট গণনায় ডেমোক্রেটিক অ্যালায়েন্স দল (ডিএ) ২৪ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছে। আর ১১ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছে সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা–সমর্থিত উমখুনটো উই সিজ (এমকে) দল। কট্টর বামপন্থী দল ইকোনমিক ফ্রিডম ফাইটার (ইএফএফ) পেয়েছে ১০ শতাংশ ভোট।
আগামী কয়েক দিনের মধ্যে দক্ষিণ আফ্রিকার সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফল সামনে আসবে। এদিকে গতকাল আইইসির ওয়েবসাইট কারিগরি ত্রুটির কারণে কিছুক্ষণ বন্ধ হয়ে যায়।