মালিতে সেতু থেকে বাস নদীতে, নিহত ৩১

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে গতকাল মঙ্গলবার যাত্রীবাহী একটি বাস সেতু থেকে নদীতে পড়ে গেছে। এ ঘটনায় ৩১ ব্যক্তি নিহত ও ১০ জন আহত হয়েছেন।

মালির পরিবহন মন্ত্রণালয় তথ্যমতে, গতকাল স্থানীয় সময় বিকেল ৫টায় বাগোই নদী পার হওয়ার সময় বাসটি সেতু থেকে নদীতে পড়ে যায়। বাসটি মালির কেনিয়েবা থেকে প্রতিবেশী দেশ বুরকিনা ফাসো যাচ্ছিল।

মালির পরিবহন মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বুরকিনা ফাসো যাওয়ার পথে বাসটি একটি সেতু থেকে ছিটকে পড়ে। চালক সম্ভবত বাসটির নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। সম্ভবত এ কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

মালিতে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। দেশটির অনেক সড়ক-মহাসড়কের অবস্থা বেশ খারাপ। তা ছাড়া যানবাহনের হাল ও চালকদের মানও ভালো নয়।

চলতি মাসের শুরুর দিকে মালির মধ্যাঞ্চলে একটি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ ঘটনায় ১৫ জন নিহত হন এবং আহত হন ৪৬ জন। বাসটি রাজধানী বামাকোর দিকে যাচ্ছিল।