আলজেরিয়ার দাবানলে মৃত ২৬

আলজেরিয়ার এল টার্ফ, সেফিত এলাকাসহ আরও কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়েছে দাবানল
ছবি: এএফপি

আলজেরিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। তিউনিসিয়ার সীমান্তের কাছে আলজেরিয়ার এল টার্ফ, সেফিত এলাকাসহ আরও কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়েছে এ দাবানল। আর এতে এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেল্ডজুড জানান, দাবানল ছড়িয়ে পড়া ঠেকাতে অগ্নিনির্বাপক দল কাজ করে যাচ্ছে। হেলিকপ্টারে চড়ে অগ্নিনির্বাপণকর্মীরা আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, দাবানলের কারণে বিভিন্ন প্রদেশ থেকে ৩৫০ জনকে সরিয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এল টার্ফ এলাকার অবস্থা সবচেয়ে নাজুক। সেখানে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

সেফিত এলাকায় ৫৮ বছর বয়সী এক মা ও তাঁর ৩৬ বছর বয়সী মেয়ে আগুনে মারা গেছেন। এ এলাকায় গ্রামে আগুন ছড়িয়ে পড়েছে।

আগুন নেভাতে কাজ করছে অগ্নিনির্বাপক দল
ছবি: সংগৃহীত

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া এলাকার বনে প্রতিবছর আগুন ছড়িয়ে পড়ে। গত বছর ৯০ জন লোক মারা গেছেন দাবানলে; আর ১ লাখ হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে।

ইউরোপের পর আগুন ছড়িয়ে পড়েছে আফ্রিকাতেও। উত্তর আফ্রিকার আলজেরিয়া ভয়াবহ আগুনের কবলে। জঙ্গলে ঘেরা পার্বত্য আলজেরিয়ায় পানির সমস্যা রয়েছে। তাপমাত্রা বাড়ছে নিয়মিত। এরই মধ্যে দাবানল ছড়িয়ে পড়েছে।

ইউরোপের অনেকে এলাকায় দাবানল ছড়িয়ে পড়ছে। এবার আগুন ছড়াল আফ্রিকাতেও। পরিবেশবিদেরা বলছেন, বিশ্ব উষ্ণায়নের কারণেই এমন হচ্ছে।

জলবায়ুর পরিবর্তন হচ্ছে। দ্রুত পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও ভয়াবহতার মুখোমুখি হতে হবে বিশ্বকে।