সিয়েরা লিওনে দেশজুড়ে কারফিউ জারি

সেনাছাউনিতে হামলা ও অস্ত্রাগার লুটের চেষ্টার ঘটনার পর সতর্ক অবস্থানে সশস্ত্র সেনারা। ফ্রিটাউন, সিয়েরা লিওন, ২৬ নভেম্বর
ছবি: রয়টার্স

সিয়েরা লিওনে কারফিউ জারি করা হয়েছে। রাজধানী ফ্রিটাউনে এক সেনাছাউনিতে বন্দুকধারীদের হামলা ও একটি অস্ত্রাগারে লুটের চেষ্টার ঘটনায় আজ রোববার দেশজুড়ে কারফিউ জারি করা হয়।

দেশটির সরকারের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘শনিবার দিবাগত রাতে অজ্ঞাতনামা কিছু বন্দুকধারী উইলবারফোর্স সেনাছাউনিতে ঢুকে একটি অস্ত্রাগার থেকে অস্ত্র লুটের চেষ্টা করে। তাদের প্রতিহত করা হয়েছে। এ ঘটনার পরপরই দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘দেশের নাগরিকদের যাঁর যাঁর ঘরে অবস্থান নিতে বলা হচ্ছে।’ বর্তমানে পরিস্থিতি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়।

আজ সেনাছাউনিতে হামলার সময়ে রাজধানীর কেন্দ্রীয় কারাগার থেকে কিছু বন্দী পালিয়েছেন। তবে কত জন বন্দী পালিয়েছেন তা এখনো জানা যায়নি।

গত জুনে বিতর্কিত এক নির্বাচনে পুনরায় নির্বাচিত হন সিয়েরা লিওনের প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বিও। তবে কারচুপির অভিযোগ তুলে ফল বর্জন করে প্রধান বিরোধী দল।

এর পর থেকে আফ্রিকার এ দেশটিতে অস্থিরতা চলছে। বিশ্লেষকেরা বলছেন, আজ অস্ত্রাগার লুটের চেষ্টা ও দেশজুড়ে কারফিউ জারি চলমান সেই অস্থিরতার ফল।