গ্যাবনে সমুদ্রসৈকতে অস্বাভাবিক উচ্চ জোয়ারে ডুবে ৯ জনের মৃত্যু

পানিতে ডুবে মৃত্যুপ্রতীকী ছবি

আফ্রিকার দেশ গ্যাবনের রাজধানী লিব্রেভিলের সমুদ্রসৈকতে অস্বাভাবিক উচ্চ মাত্রার জোয়ারে ডুবে নয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন কিশোর। গতকাল বুধবার দেশটির সরকার এ তথ্য জানিয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধারকারীরা লিব্রেভিলের সমুদ্রসৈকতে নিহত ব্যক্তিদের লাশ পান।

আরও পড়ুন

এমন অস্বাভাবিক উচ্চ মাত্রার জোয়ারের জন্য জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবকে দায়ী করছে দেশটির কর্তৃপক্ষ।

গত মঙ্গলবার দেশটির সামুদ্রিক আবহাওয়া দপ্তর জানায়, লিব্রেভিলে জোয়ারের সর্বোচ্চ উচ্চতা সাধারণত ১ দশমিক ৬০ থেকে ১ দশমিক ৮০ মিটারের মধ্যে থাকে। কিন্তু গত রোববার থেকে জোয়ারের উচ্চতা আরও বাড়তে থাকে। জোয়ারের উচ্চতা বেড়ে ২ দশমিক ৫০ মিটার ছাড়ায়।

লিব্রেভিলের উপকূল দর্শনার্থীদের জন্য একটি জনপ্রিয় স্থান।