সোমালিয়ার রেস্তোরাঁয় জঙ্গি হামলা, নিহত ৯

ধ্বংসযজ্ঞ দেখতে মোগাদিসুর লিডু সৈকতে পার্ল বিচ রেস্তোরাঁর বাইরে জড়ো হয়েছেন স্থানীয়রা। ১০ জুন, ২০২৩
ছবি: রয়টার্স

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে জনপ্রিয় একটি রেস্তোরাঁয় জঙ্গি সংগঠন আল-শাবাবের হামলায় ৯ জন নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে এ হামলা চালানো হয় বলে জানায় পুলিশ।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, পার্ল নামের ওই রেস্তোরাঁয় নিহত ব্যক্তিদের মধ্যে ছয়জন বেসামরিক নাগরিক ও তিনজন সেনাসদস্য রয়েছেন। সেখান থেকে ৮৪ জন বেসামরিক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। তবে হামলাকারীদের কী হয়েছে, সে বিষয়ে বিবৃতিতে কিছু বলা হয়নি।

হতাহতদের বহনকারী আমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের পরিচালক আবদিকাদির আবদিরহমান জানান, তাঁর লোকজন ঘটনাস্থল থেকে আহত ২০ জনকে উদ্ধার করে নিয়ে এসেছে।

সোমালি ন্যাশনাল নিউজ অ্যাজেন্সি টুইট করে বলেছে, মোগাদিসুর লিডু সৈকতে পার্ল বিচ হোটেলে নিরাপত্তা বাহিনী হামলাকারী জঙ্গিদের পরাস্ত করতে সক্ষম হয়েছে । গতকাল শনিবার রেস্তোরাঁর কাছের আরেকটি রেস্তোরাঁর ওয়েটার হোসেন মোহাম্মদ বলেন, হামলা শুরুর পর তিনি একটি বিস্ফোরণের শব্দ শুনতে পান। এরপর গোলাগুলির শব্দ। এরপর পুরো এলাকা নিরাপত্তা বাহিনী ঘিরে ফেলে। আল-কায়েদার সঙ্গে যুক্ত জঙ্গি সংগঠন আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটি এক বিবৃতিতে বলেছেন, পার্ল বিচ এখনো তাদের নিয়ন্ত্রণে।

ঘটনার পর এক পুলিশ কর্মকর্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ১০ জুন, ২০২৩
ছবি: রয়টার্স

গত নভেম্বর সংগঠনটি মোগাদিসুর আরেকটি হোটেলে হামলা চালিয়েছিল। তখন ৯ জন নিহত হয়েছিল। এখনো দেশটির একটি উল্লেখযোগ্য অংশ তাদের নিয়ন্ত্রণে। একসময় সোমালিয়ার একটি বড় অংশ তাদের নিয়ন্ত্রণে ছিল। তবে গত বছর থেকে সরকারি হামলায় তারা পিছু হটতে বাধ্য হয়।

ইতিমধ্যে সংগঠনটি সরকারি, বাণিজ্যিক ও সামরিব স্থাপনার ওপর হামলা চালতে সক্ষমতা অর্জন করেছে। গত মে মাসে মোগাদিসু থেকে ১৩০ কিলোমিটার দূরে আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষীদের উগান্ডার ঘাঁটিতে হামলা চালিয়েছিল আল-শাবাব। এতে ৫৪ সেনা নিহত হয়েছিলেন।