দাঁতের সঙ্গে রশি বেঁধে ১৫ টনের ট্রাক টেনে নেওয়ার ভিডিও ভাইরাল

১৫ টনের একটি ট্রাক টেনে নিয়ে যাচ্ছেন মোহাম্মদ সুলাইমান
ছবি: ভিডিও থেকে নেওয়া

মনে করুন, একটি ট্রাক রাস্তার ওপর নষ্ট হয়ে দাঁড়িয়ে আছে। এর ঠিক পেছনের গাড়িতেই আপনি অপেক্ষা করছেন। ট্রাকের ইঞ্জিনটি বিকল হয়ে পড়ায় রেকার দিয়ে সরানো ছাড়া কোনো বিকল্প নেই। এমন যদি হতো আপনার চোখের সামনে এক ব্যক্তি রশি দিয়ে টেনে নষ্ট ট্রাকটি সরিয়ে ফেলছেন। সঙ্গে সঙ্গে আবারও গাড়ি চলতে শুরু করেছে সড়কে।

অনেকটা এ রকম ঘটনা ঘটেছে মিসরে। যেটির ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মোহাম্মদ সুলাইমান নামের এক ব্যক্তি সাড়ে ১৫ হাজার কেজি ওজনের একটি ট্রাক টেনে নিয়ে যাচ্ছেন। একটু থামুন। হাত দিয়ে নয়, ট্রাকের সামনের বাম্পারে রশি বেঁধে দাঁত দিয়ে সেই ট্রাক টেনে নিয়ে যাচ্ছেন তিনি। এ সময় তাঁর আশপাশে থাকা কয়েকজন সেটির ভিডিও করছেন। দাঁত দিয়ে ট্রাক টেনে নেওয়ার এ ঘটনা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে। ভিডিওটি গিনেস কর্তৃপক্ষ তাদের ইনস্টাগ্রামে পোস্ট করেছে।

ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, মিসরের একটি সড়কে দাঁতের সঙ্গে রশি বেঁধে ট্রাক টেনে নিয়ে যাচ্ছেন সুলাইমান। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। অনেকে আবার সুলাইমানের দন্তচিকিৎসক কে, সেটি জানতে চেয়েছেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্যানুযায়ী, আশরাফ মাহরুস মোহাম্মদ সুলাইমান ২০২১ সালের ১৩ জুন মিসরের ইসমাইলিয়া এলাকায় দাঁত দিয়ে গাড়ি টেনে নেওয়ার রেকর্ড করেন। প্রথমে একক অর্জনের জন্য রেকর্ড গড়ার চেষ্টা করেন তিনি।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পোস্ট করা ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘দাঁত দিয়ে সবচেয়ে ভারী (১৫ হাজার ৭৩০ কেজি) যান টেনে নেওয়া আশরাফ সুলাইমান।’

দুই দিন আগে শেয়ার হওয়ার পর ভিডিওটি ইতিমধ্যে চার লাখ বার দেখা হয়েছে। ভিডিওটিতে লাইক পড়েছে ২৫ হাজারের বেশি। একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, ‘এই লোকের দাঁতের চিকিৎসক কে, আমি সেটি বের করতে চাই।’ আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘পুরোটাই পাগলামি। তিনি এত শক্তি পান কোথা থেকে?’ সুলাইমানের শক্তির প্রশংসা করে আরেকজন লিখেছেন, ‘আমার হাতের চেয়েও তাঁর দাঁত অনেক বেশি শক্তিশালী।’